![‘আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনলে শ্রমিকদের বাকি দাবি পূরণ হবে’](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/01/kader_137656.jpg)
ঢাকা, ০১ মে, এবিনিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আপনাদের যে দাবিগুলো এখনও পূরণ হয়নি, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় ভোট দিয়ে ক্ষমতায় আনলে আপনাদের বাকি দাবি অক্ষরে অক্ষরে পূরণ করা হবে। আওয়ামী লীগ সরকার শ্রমিক বান্ধব সরকার।
তিনি আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত র্যালি পূর্বক সমাবেশে এসব কথা বলেন।
সড়ক শ্রমিকদের উদ্দেশ্য করে সড়কমন্ত্রী বলেন, বর্তমানে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। আপনার অতিরিক্ত মুনাফার জন্য সড়কে প্রতিযোগিতা করবেন না। ওভার টেকিং করবেন না। সড়কে শুধু সাধারণ যাত্রী নয়, শ্রমিকরাও দুর্ঘটনার শিকার হচ্ছে। একজনের জন্য একটি পরিবার নিঃস্ব হয়ে যায়। গাড়ি চালাতে গিয়ে এ বিষয়গুলো ভেবে গাড়ি চালাবেন।
সেতুমন্ত্রী বলেন, নির্বাচন বিএনপির জন্য অপেক্ষা করবে না। বিএনপিকে নির্বাচনে নিয়ে আসার গরজ আওয়ামী লীগের নয়। বিএনপি এখন হুংকার দিচ্ছে খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবে না। খালেদার মুক্তি আদালতের বিষয়।
কাদের বলেন, বিএনপি নির্বাচনে না আসলে তাদের জন্য নির্বাচনী ট্রেন অপেক্ষা করবে না। সময় মতো ছেড়ে যাবে। সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। নির্বাচনে আসা তাদের গণতান্ত্রিক অধিকার।
তিনি বলেন, আগামী অক্টোবরে নির্বাচনী সিডিউল ঘোষণা করা হবে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা মনে করি বিএনপি নির্বাচনে আসবে। নির্বাচনে তাদেরকে আমরা স্বাগতম জানাই।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালে বর্তমান প্রধানমন্ত্রীই সরকারপ্রধান থাকবেন। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। তাদের সহায়তা করবে সরকার।
এবিএন/মাইকেল/জসিম/এমসি