![মে দিবসে র্যালির অনুমতি না দেয়ায় সরকারের সমালোচনায় বিএনপি নেতারা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/01/bnp@abnews_137669.jpg)
ঢাকা, ০১ মে, এবিনিউজ : মহান মে দিবসে সমাবেশ কিংবা র্যালি করার অনুমতি চেয়েও পুলিশের কাছে অনুমতি না পাওয়ায় সরকারের কড়া সমালোচনা করেছেন বিএনপি নেতারা। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ কিংবা পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 'শ্রমিক সমাবেশ' করতে না পেরে, কার্যালয়ের ভেতরে সংবাদ সম্মেলন করেন তারা।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর প্রশংসা করে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, এরশাদ বিরোধী আন্দোলন চলাকালে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের আন্দোলনে সহমর্মিতা জানানোর জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনি ছাত্রদের নিয়ে মিছিল করেছে, সমাবেশ করেছেন। তখন তিনি রাকসুর ভিপি ছিলেন। সেখানে গুলি চালিয়ে তার শরীর এফোঁড় ওফোঁড় করে দেয়া হয়েছিলো। তার পায়েও গুলি করা হয়েছিলো। আজকে তার যে অসুস্থতা সেটার মূল কারণ ওটা। তাই আমি বলি রুহুল কবির রিজভী শুধু ছাত্রনেতা না, তিনি শ্রমিক বন্ধু। শ্রমিকদের সহমর্মিতা জানানোর জন্য আজকে তিনি প্রায় পঙ্গু হয়ে গেছেন।
এদিকে রিজভী বলেন, আজকের দিনটি মূলত শ্রমিকের অধিকার আদায়ের দিন। বাংলাদেশে শ্রমিকের অধিকার এখনও আদায় হয় নাই।.. জাতীয়তাবাদী শ্রমিক দলের অনুষ্ঠানের জন্য যে অনুমতি দেয়া হয়নি সেই অনুমতি না দেয়া, এদেশের সবচেয়ে জনপ্রিয় নেতৃকে কারাবন্দী করে রাখা এবং সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা- এই ঘটনাগুলো কোনটাই কিন্তু বিচ্ছিন্ন নয়।
এবিএন/মমিন/জসিম