![ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক : লক্ষ্মীপুরে পর্যটনমন্ত্রী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/01/sajahan_137683.jpg)
লক্ষ্মীপুর, ০১ মে, এবিনিউজ : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, বাংলাদেশ ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক।
লক্ষ্মীপুরে ছাত্রলীগের নবগঠিত কমিটি কোন অবৈধ ব্যবসা-বাণিজ্য ও টেন্ডারবাজিতে জড়িত হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের কল্যাণে ছাত্রলীগ কাজ করবে। ছাত্রলীগ আগামী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে।’
সোমবার বিকালে সদর উপজেলা পরিষদের প্রাঙ্গণে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক কমিটির বিদায় ও নবগঠিত কমিটির বরণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৪ সালের ২০ নভেম্বর লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে চৌধুরী মাহমুদুন্নবী সোহেলকে সভাপতি ও রাকিব হোসেন লোটাসকে সাধারণ সম্পাদক করা হয়।
গত ২৪ এপ্রিল পুরাতন কমিটি বিলুপ্ত করে, শাহাদাত হোসেন শরিফকে সভাপতি ও জিয়াউল করিম নিশানকে সাধারণ সম্পাদক করে লক্ষ্মীপুর জেলা শাখা কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রলীগ। ২০১৪ সালের কমিটিতে শরীফ যুগ্ম সাধারণ সম্পাদক ও নিশান সদস্য ছিলেন। বাসস।
এবিএন/মমিন/জসিম