![আজকের দিনের ইতিহাস: ০২ মে ২০১৮](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/02/ajker-itihash.abnews24_137724.jpg)
ঢাকা, ০২ মে, এবিনিউজ : আজ ০২ মে ২০১৮ এবং ১৯ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, রোজ বুধবার। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। abnews24.com এর সৌজন্যে এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-
১০৬১ খ্রিস্টাব্দের এই দিনে জন্মগ্রহণ করেন আন্দালুসিয়া মানে আজকের দিনের স্পেনের আলেম ও ইতিহাসবিদ আবু উমর ইউসুফ বিন আবদুল্লাহ ।
১১১২ খ্রিস্টাব্দের এই দিনে চীনা জ্যোতির্বিদরা সূর্যের অভ্যন্তরে কালো বায়বীয় বস্তুর অস্তিত্ব লক্ষ করেন।
১৫১৯ খ্রিস্টাব্দের এই দিনে ইতালীয় চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির মৃত্যু।
১৬১৩ খ্রিস্টাব্দের এই দিনে রাশিয়ার মিচাইল রুমানভের রাজত্বের সূচনা হয়।
১৮৫৯ খ্রিস্টাব্দের এই দিনে ইংরেজ রস সাহিত্যিক জেরোম কে জেরোমের জন্ম।
১৯২১ খ্রিস্টাব্দের এই দিনে বিশ্বখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্ম।
১৯২৮ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক, রাজনীতিবিদ ফয়েজ আহমেদ এর জন্ম ।
১৯৪১ খ্রিস্টাব্দের এই দিনে ইরাক ও বৃটেনের মধ্যে যুদ্ধের সূচনা হয়।
১৯৪৫ খ্রিস্টাব্দের এই দিনে সোভিয়েত বাহিনী বার্লিন দখল করে নেয়।
১৯৪৫ খ্রিস্টাব্দের এই দিনে ইতালিতে মোতায়েন প্রায় ১০ লক্ষ জার্মান সৈন্য নিঃশর্ত আত্মসমর্পণ করে।
১৯৭০ খ্রিস্টাব্দের এই দিনে সুইডেনের নোবেলজয়ী (১৯৬৬) কবি জেলি নেওনি সাকসের মৃত্যু।
১৯৭৯ খ্রিস্টাব্দের এই দিনে রসায়নে নোবেলজয়ী (১৯৬৩) ইতালীয় বিজ্ঞানী গিউলিও নাত্তার মৃত্যু।
২০১১ খ্রিস্টাব্দের এই দিনে আল-কায়দা এর প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন নিহত হন।
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি