![বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/03/committee_abnews_137831.jpg)
ঢাকা, ০৩ মে, এবিনিউজ : বাংলাদেশ ছাত্রলীগ, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ৩৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল বুধবার বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদ হোসেন পারভেজ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নর্থ সাইথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. আজিজুল হাকিম সম্রাট।
এর আগে ২০১৬ সালে বাংলাদেশ ছাত্রলীগের এক জরুরি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়। এরপর বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মীদের দীর্ঘদিন আন্দোলনের প্রেক্ষিতে নতুন এই কমিটির অনুমোদন দেওয়া হল।
কমিটি প্রসঙ্গে নব-নির্বচিত সাধারণ সম্পাদক মো. আজিজুল হাকিম সম্রাট এবিনিউজকে বলেন, দীর্ঘদিন প্রতিক্ষার পর গতকাল আমাদের নতুন কমিটির অনুমোদন দেওয়া হল। নতুন নেতৃবৃন্দের সাথে আমরা আলোচনার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা ঠিক করবো। তিনি আরো জানান, বাংলাদেশে বর্তমানে ১০২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রায় ২০ লক্ষ এর মতো শিক্ষার্থী রয়েছে। সকল বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ এবং ২০৪১ বাস্তবায়নের সারথি হবে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
উল্লেখ্য, ২০১২ সালে ছাত্রলীগের তৎকালিন সভাপতি বদিউজ্জামান সোহাগ এবং সিদ্দিকী নাজমুল আলম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সুপার জেলা মর্যাদা দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়। ওই বিজ্ঞপ্তিতে প্রত্যেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে সুপার থানা মর্যাদা দেওয়া হয়।
এবিএন/মাইকেল/জসিম/এমসি