![নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে মঞ্জুর নির্বাচনী প্রচার স্থগিত ঘোষণা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/03/manju_137832.jpg)
খুলনা, ০৩ মে, এবিনিউজ : খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে নির্বাচনী প্রচার কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে খুলনা শহরের মিয়াপাড়া রোডে নিজের বাসায় সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন।
মঞ্জু বলেন, বুধবার রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে শহরের বিভিন্ন জায়গা থেকে তার ভোটের প্রচারে যুক্ত ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। আরও অনেকের বাড়িতে তল্লাশি করা হয়েছে, ফলে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে নির্বাচনী প্রচারের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
মঞ্জু অভিযোগ করেন, এ নির্বাচন নিয়ে সরকার ষড়যন্ত্র করছে। নির্বাচনে বিএনপির বিজয়কে বাধাগ্রস্ত করতে সরকার সব ধরনের চেষ্টা চালাবে বলে আমরা ইঙ্গিত পেয়েছি। গত কয়েকদিন ধরে আমরা খবর পেয়েছিলাম ৪ মের পর বিএনপিকে মাঠ নামতে দেওয়া হবে না। এ গ্রেফতার সেই ষড়যন্ত্রের অংশ। খুলনায় এ নির্বাচনকে নিয়ে যখন মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ-উদ্দীপনা এবং প্রায় সাড়ে ৯ বছর পর একটি নির্বাচনকে কেন্দ্র করে মানুষের আগ্রহ সৃষ্টি হয়েছে, ঠিক তখনই এ ধরনের অভিযান সরকারের দুরভিসন্ধি। এ অভিযানের আগে একাধিক জায়গায় সরকারি দল ও প্রশাসনের গোপন বৈঠক হয়েছে।
আগামী ১৫ মে এ নির্বাচন সামনে রেখে তফসিল ঘোষণার পর বিএনপির প্রার্থী মঞ্জুর পক্ষ থেকে ৯ দফা সুপারিশসহ একটি স্মারকলিপি দেওয়া হয়েছিল রিটার্নিং অফিসারের কাছে। খুলনার ৫ থানার ওসিসহ ‘দলবাজ পুলিশ কর্মকর্তাদের’ বদলির আবেদন করা হয়েছিল সেখানে। নির্বাচনে সেনা মোতায়েনের দাবিও তার ছিল।
কিন্তু নির্বাচন কমিশন একটি সুপারিশও বাস্তবায়ন করেনি জানিয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেন বিএনপির এ প্রার্থী।
এবিএন/সাদিক/জসিম