বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • মেলান্দহে উপজেলা চেয়ারম্যানের স্ত্রীকে কুপিয়ে আহত

মেলান্দহে উপজেলা চেয়ারম্যানের স্ত্রীকে কুপিয়ে আহত

মেলান্দহে উপজেলা চেয়ারম্যানের স্ত্রীকে কুপিয়ে আহত

জামালপুর, ০৩ মে, এবিনিউজ : জামালপুরের মেলান্দহের সাবেক উপজেলা চেয়ারম্যান ও বীরমুক্তিযোদ্ধা মরহুম একেএম হাবিবুর রহমানের স্ত্রী হাফিজা বেগম (৬০)কে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে হাজরাবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে।

চেয়ারম্যানের ছেলে প্রভাষক সুমন হাজারী জানান-রাতে আমি হাজরাবাড়ি মসজিদে নামাজের জন্য আসি। নামাজ পড়ে বাসায় ফিরতে দেরী হয়। এ সুযোগে আমার বৃদ্ধা মাকে একা ঘরে পেয়ে দুর্বৃত্তরা বাসায় প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে।

এসময় তার হাতের আঙ্গুল দ্বিখন্ডিত হয়। পরে স্বর্ণালংকারসহ মালামাল লুট করে। বর্তমানে মাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যপারে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মেলান্দহ থানায় মামলা (নং-৫৫) দায়ের করেছেন।

এবিএন/শাহ্ জামাল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত