জামালপুর , ০৩ মে, এবিনিউজ: পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজম এমপি বলেছেন-বাংলার মাটিতে শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন ততদিন অন্য কেও প্রধানমন্ত্রী হ’তে পারবেন না। কেননা শেখ হাসিনার সরকার দেশের স্মরণকালের উন্নয়ন করেছেন। তাঁর সততা, নিষ্ঠা, আন্তরিকতাসহ রাষ্ট্রীয় কর্মকান্ডকে বিশ্ববাসি সাদরে গ্রহণ করেছেন। তাঁকে বিশ্বের সেরা দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে আখ্যায়িত করেছেন।
এতেই শেষনয়, তাঁকে আন্তর্জাতিকভাবে বহুমূল্যবান পুরস্কারে ভূষিতের মাধ্যমে স্বীকৃতি দিয়েছে। এজন্যই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে মানুষ বার বার ভোট দিয়ে ক্ষমতায় আনবেন।
মির্জা আজম ২ মে বিকেল ৪টায় উপজেলা তাঁতী লীগের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।
তাঁতী লীগের আহবায়ক ইউসুফ আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান আলহাজ একেএম হাবিবুর রহমান চাঁন, পৌরমেয়র শফিজ জাহেদী রবিন, সাবেক মেয়র হাজী দিদার পাশা, উপজেলা আ’লীগ সভাপতি আ: রাজ্জাক সুজা, সম্পাদক মো: জিন্নাহ, জেলা পরিষদেরপ্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান জীবন খান, জেলা তাঁতী আহবায়ক বদরোদোজা পিএফ, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, উপজেলা যুবলীগের সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ প্রমুখ।
এবিএন/মো: শাহ্ জামাল /জসিম/নির্ঝর