![ইসির সঙ্গে বৈঠকে বিএনপি’র প্রতিনিধিদল](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/03/ec-bnp_137888.jpg)
ঢাকা, ০৩ মে, এবিনিউজ : গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনসহ সার্বিক পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধিদল।
আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বিএনপির ওই প্রতিনিধিদল বৈঠকে বসে।
বিএনপির প্রতিনিধিদলে নেতৃত্ব দিচ্ছেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। এছাড়া দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বরকতউল্লাহ বুলু ও সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন উপস্থিত আছেন।
অপরদিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্ব কমিশনের অন্য সদস্যরা উপস্থিত আছেন।
এবিএন/জনি/জসিম/জেডি