![বিএনপিকে ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না: রিজভী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/03/rijvi_132974_137898.jpg)
ঢাকা, ০৩ মে, এবিনিউজ : সরকার যতোই পরিকল্পনা করুক বেগম জিয়া এবং বিএনপিকে ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, নির্বাচন নিয়ে এ ধরনের বক্তব্য স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ।
এ সময় রিজভী বলেন, যে সরকারের জবাবদিহিতা থাকে সেই সরকারের সীমানা কতটুকু হবে সেটা তারা নির্ধারণ করতে পারেন। শেখ হাসিনা বুধবার সংবাদ সম্মেলনে বলেছেন কারা নির্বাচনে আসলো কারা আসলো না তা সরকারের দেখার বিষয় নয়। তিনি বলেছেন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। শেখ হাসিনা আরও বলেছেন আদালতের সাজা পেয়ে খালেদা জিয়া কারাগারে এখানে সরকারের কিছুই করার নেই। সব শুনে আমার মনে হয়েছে প্রধানমন্ত্রীর বক্তব্য বিকারগ্রস্ত মনের বহিঃপ্রকাশ। সুস্থ মনের মানুষ ওই কথাগুলি বলতে পারেন না।
এবিএন/মমিন/জসিম