বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ফের প্রচারণায় ফিরলেন বিএনপি প্রার্থী মঞ্জু

ফের প্রচারণায় ফিরলেন বিএনপি প্রার্থী মঞ্জু

ঢাকা, ০৩ মে, এবিনিউজ : নির্বাচনী প্রচারণা স্থগিত ঘোষণার কয়েক ঘন্টা পর আবারও প্রচারণায় ফিরলেন খুলনা সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। আজ বৃহস্পতিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রচারণায় ফেরার বিষয়টি জানান তিনি।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, বিএনপি কোন পরিস্থিতিতেই নির্বাচন বয়কট করবে না। এরআগে সকাল ৯টায় সংবাদ সম্মেলন ডেকে নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে নির্বাচনী প্রচার কার্যক্রম বন্ধ ঘোষণা করে বিএনপি প্রার্থী।

বেলা ১টার দিকে করা সংবাদ সম্মেলনে তিনি বলেন, বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার ভোর ৫টা পর্যন্ত নগরীজুড়ে পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা ধানের শীষের নির্বাচনী প্রচারে জড়িত বিভিন্ন পর্যায়ের ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছেন। এ ছাড়া অসংখ্য নেতাকর্মীর বাড়িতে তল্লাশির নামে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত