বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • রাজনীতি
  • ‘সহায়ক সরকারের সংকট সমাধান না করে নির্বাচন দিলে জনগণ মেনে নেবে না’

‘সহায়ক সরকারের সংকট সমাধান না করে নির্বাচন দিলে জনগণ মেনে নেবে না’

‘সহায়ক সরকারের সংকট সমাধান না করে নির্বাচন দিলে জনগণ মেনে নেবে না’

ঢাকা, ০৩ মে, এবিনিউজ : সহায়ক সরকারের সংকট সমাধান না করে নির্বাচন দিলে জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এ সময় সরকারকে আলোচনায় বসারও আহ্বান জানান তিনি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনারা (সরকার) সহায়ক সরকার মেনে না নিয়ে বলছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কিন্তু প্রশ্ন হলো কোন সংবিধান? সংবিধানকে তো আপনারা কেটে-ছেঁটে শেষ করে ফেলেছেন। আমরা তো বলছি না যে, আমাদের সব দাবি মেনে নিতে হবে। আপনারা সব দলকে নিয়ে বসেন। তারপর সবাই মিলে একটা সিদ্ধান্তে আসা উচিত। এবার যদি ২০১৪ সালের মতো নির্বাচন হয় তাহলে দেশের জনগণ তা মেনে নিবে না।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সমাধান না করে যদি নির্বাচনে যান, কী হবে? যা হবার তাই হবে। ভাবছেন ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচন করবেন? এবার এ দেশের মানুষ এ রকম নির্বাচন মেনে নেবে না।

‘কাউকে তো জোর করে নির্বাচনে আনব না। নির্বাচন না করার কারণে কাউকে জেলেও দেব না’— প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘ আপনি তো এমনিই সবাইকে জেলে ঢুকিয়ে দিচ্ছেন। নির্বাচন করা না করা পরের ব্যাপার, তার আগেই তো সব জেলে দিচ্ছেন।’

‘কাল খুলনায় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ পুলিশকে বলে দেওয়া হয়েছে বাইরের কোনও লোক গেলে তাকে গ্রেফতার করা হবে’— বলেন ফখরুল।

তিনি বলেন, ‘কোনও আইনে আছে? নির্বাচনের বিধি নিষেধে কোথায় আছে?— বাইরে থেকে কেউ প্রচার প্রচারণায় গেলে তাকে গ্রেফতার করতে হবে। হ্যাঁ আছে, ২৪ ঘণ্টা আগে বাইরের লোক নির্বাচনী এলাকায় যেতে পারবে না। তার আগে তো কোনও নিষেধ নেই। আজকে খুলনাতে চেকআপ চলছে। যার ফলে খুলনার মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বাধ্য হয়ে সাময়িকভাবে প্রচার বন্ধ করে সবাইকে ফিরে যেতে বলেছেন। এভাবে কীসের নির্বাচন হয়?’

গাজীপুরের পুলিশ সুপারকে চিহ্নিত আওয়ামী লীগার আখ্যা দিয়ে ফখরুল বলেন, ‘গাজীপুর, প্রথম দিনই আমরা বলেছি ওখানকার এসপিকে সরাতে হবে।

তিনি আমাদের চিফ হুইপকে যেভাবে নির্যাতন করেছিলেন, তা সবার মনে আছে। সে অ্যাক্টিভিটি তিনি এখনো চালু রেখেছেন।’

তিনি বলেন, গাজীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল নির্বাচন কমিশন। তাকে আবার সেখানে পুনর্বহাল করা হয়েছে। এবারও প্রচারণা শুরুর প্রথম দিনই জামায়াতের প্রার্থীসহ ৪৯ জনকে গ্রেফতার করেছে। আমরা বলেছি, চিঠি দিয়েছি, আমাদের ডেলিগেশন গেছে নির্বাচন কমিশনে। কিন্তু এখন পর্যন্ত তাকে সেখান থেকে প্রত্যাহার করা হয়নি।’

সংকট মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে উল্লেখ করে ফখরুল বলেন, ‘একটা কথা আমি পরিষ্কারভাবে বলতে চাই, জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। এই ফ্যাসিস্টদের হাত থেকে কোনও মতেই মুক্তি পাবেন না, যদি আপনারা জাতিকে ঐক্যবদ্ধ করতে না পারেন। গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে। তাহলে আপনারা নিশ্চত থাকতে পারেন, আমরা বিজয় অর্জন করতে পারব।’

তিনি বলেন, ‘আমরা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি চাই। আমরা একটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই, নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার থাকতে হবে, পার্লামেন্ট ভেঙে দিতে হবে, সেনাবাহিনী মোতায়েন করতে হবে, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।’

‘তবে এই লড়াই খুব কঠিন লড়াই, এ সংগ্রাম খুব কঠিন সংগ্রাম। শুধু নির্বাচনে জিতলাম, জিতলাম না বিষয়টি শুধু তাই নয়। এ লড়াই অস্তিত্বের লড়াই’ বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘এই ষড়যন্ত্র আজকে শুরু হয়নি। অনেক আগে শুরু হয়েছে। ২০০১ সালে জোটের সরকার আসার পরই এই ষড়যন্ত্রের প্রকাশ্য রূপ আমরা দেখতে পেয়েছি। সরকার গঠনের কয়েকদি পরই অরবিন্দ আধিয়ার নামে একজন সাংবাদিক ওয়ালর্ট্রিট জার্নালে লিখলেন, ‘বাংলাদেশ কি জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে?’ বাংলাদেশ কি অকার্যকর রাষ্ট্রে পরিণত হচ্ছে?’

ফখরুল বলেন, সাথে সাথে বাংলাদেশের দু’টি পত্রিকা এই একই নিউজ করেছে। তখনই আমরা পার্লামেন্টে বলেছিলাম অশনি সংকেত দেখতে পাচ্ছি। তার পর অনেক ঘটনা ঘটছে। একটি বৈধ চার দলীয় জোট সরকারকে সরিয়ে দিয়ে একটা অবৈধ তত্ত্বাবধায়ক সরকার এসছে। এখন আওয়ামী লীগ তাদের প্রতিনিধিত্ব করছে।

মুক্ত গণমাধ্যম না থাকলে গণতন্ত্রকে রক্ষা করা যাবে না মন্তব্য করেন তিনি বলেন, অক্সিজেন না নিলে যেমন আমরা বাঁচি না, তেমনিভাবে মুক্ত গণমাধ্যম না থাকলে গণতন্ত্র বাঁচে না। অনেক শ্রদ্ধেয় সাংবাদিক আছেন, যারা মুক্ত গণমাধ্যমের জন্য আজীবন সংগ্রাম করেছেন। আমরা জানি বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে তাদের অবদান কোনো অংশে কম নয়।’

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত