বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • বিনোদন
  • ‘প্রকাশ্যে মূত্রত্যাগ করা অপরাধ না হলেও চুমু খাওয়া অপরাধ’

‘প্রকাশ্যে মূত্রত্যাগ করা অপরাধ না হলেও চুমু খাওয়া অপরাধ’

‘প্রকাশ্যে মূত্রত্যাগ করা অপরাধ না হলেও চুমু খাওয়া অপরাধ’

ঢাকা, ০৩ মে, এবিনিউজ : কলকাতার দমদম স্টেশনে মেট্রোতে একে অপরকে জড়িয়ে ধরার অপরাধে এক যুগলকে গণপিটুনির শিকার হতে হয়েছে৷ এই ঘটনার প্রতিবাদ করছে পুরো কলকাতা৷ সংবাদ প্রকাশের পর কন্ঠশিল্পী নচিকেতার তাৎক্ষণিক প্রতিক্রিয়াটি ভাইরাল হয়েছে ফেসবুকে৷

কণ্ঠশিল্পী নচিকেতা এক ভিডিও বার্তায় এর প্রতিবাদ করে বলেছেন, এই দেশে প্রকাশ্যে মূত্রত্যাগ করা অপরাধ না হলেও চুমু খাওয়া অপরাধ৷

গত সোমবার রাতে এই ঘটনা ঘটে৷ তাদের অপরাধ, মেট্রোতে তারা একে অপরকে জড়িয়ে ধরেছেন৷ ভারতের খবরের কাগজগুলোতে এ খবর ছাপার পরপরই উঠেছে প্রতিবাদের ঝড়৷

নচিকেতার এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া আনন্দবাজারের ফেসবুক পাতায় শেয়ার হওয়ার পর ভাইরাল হয়ে গেছে৷ ভিডিওতে ছেলেটি ও মেয়েটির গণপ্রহারের কিছু ছবিও সংযোজন করা হয়েছে৷

মাত্র চব্বিশ ঘণ্টায় ফেসবুকে এই ভিডিওটি দেখা হয়েছে প্রায় পাঁচলাখ বার৷ আর শেয়ার হয়েছে ১০ হাজারে বারের বেশি৷ রিঅ্যাকশন ইমো জমা পড়েছে ১৬ হাজারটি৷

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত