![মুক্তি পেয়েছে ‘ধূসর কুয়াশা’](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/04/dushor-kusha.abnews24_137960.jpg)
ঢাকা, ০৪ মে, এবিনিউজ : চলচ্চিত্র নির্মাতা উত্তম আকাশ নির্মাণ করেছেন ‘ধূসর কুয়াশা’ চলচ্চিত্র। এ সিনেমায় চিত্রনায়িকা নিপুণ ও পুষ্পিতা পপির বিপরীতে অভিনয় করেছেন নবাগত মুন্না। ইতোমধ্যে সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। আগামীকাল শুক্রবার ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
এ প্রসঙ্গে নির্মাতা উত্তম আকাশ বলেন, ‘‘ধূসর কুয়াশা’ সিনেমাটির শুটিং অনেক আগেই শেষ হয়েছে। মুক্তির পরিকল্পনাও আগেই করা ছিল। কিন্তু জটিলতার কারণে তা আর হয়ে উঠেনি। আগামীকাল শুক্রবার ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। আশা করছি, সিনেমাটি দর্শক ভালোভাবে নিবেন।’’
গত বছর ১৬ মার্চ আফতাব নগরে সিনেমাটির শুটিং শুরু হয়। এরপর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে টানা দৃশ্যায়নের কাজ হয়। ‘ধূসর কুয়াশা’ সিনেমায় মোট পাঁচটি গান রয়েছে। এর মধ্যে একটি আইটেম গানও রয়েছে।
নিপুণের পরবর্তী সিনেমা ‘লাভ ২০১৭’। জি সরকার পরিচালিত এ সিনেমায় নিপুণের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক শাকিব খান। তবে সিনেমাটির শুটিং আপাতত বন্ধ রয়েছে।
এ সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত ঢালিউড, বলিউড ও হলিউড সিনেমার তালিকা দেওয়া হলো :
ঢালিউড :
১. ধূসর কুয়াশা (অ্যাকশন, রোমান্টিক)
বলিউড :
১. ওয়ান জিরো টু নট আউট (কমেডি)
২. ওমের্টা (ক্রাইম, ড্রামা)
হলিউড :
১. ওভারবোর্ড (রোমান্টিক, কমেডি)
২. দ্য গার্ডিয়ান্স (ড্রামা)
৩. টালি (কমেডি, ড্রামা)
৪. ব্যাড সামারিটান (হরর, থ্রিলার)
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি