![ফের পোশাক নিয়ে বিতর্কে প্রিয়াঙ্কা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/05/priyanka_138102.jpg)
ঢাকা, ০৫ মে, এবিনিউজ : ফের পোশাক নিয়ে বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এবার প্রিয়াঙ্কার প্যাস্টেল রঙের জামা পরা নিয়ে নেট দুনিয়ায় সমালোচনার ঝড় উঠেছে।
পোশাকটি ‘ডিওন লি’-র একটি লজাঁরি ব্লেজার। বৃহস্পতিবার রাতে এটি পরে নিউইয়র্কে শেঠ মেইয়ারসের সঙ্গে বাইরে বেরিয়েছিলেন তিনি। সেই ছবি প্রকাশ্যে আসতেই প্রিয়াঙ্কাকে ঘিরে সমালোচনার ঝড় উঠে।
অনেকে তার পোশাককে ‘হাস্যকর’ বলে দাবি করেছেন। আবার কেউ কেউ প্রিয়াঙ্কার পোশাক নিয়ে মেতেছেন হাসিঠাট্টায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যবহারকারী লিখেছেন, ‘আমার মা এই পোশাক দেখলে সঙ্গে সঙ্গে রিফু করতে পাঠাতেন।’
অপর একজন লেখেন, ‘ব্যাটম্যানের চোখসহ প্রিয়াঙ্কা চোপড়া।’
আরেকজনের মন্তব্য, ‘আমি তো ভেবেছিলাম ওটা স্কিন রঙের পকেট।’
এর আগেও পোশাক নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন সাবেক এই বিশ্ব সুন্দরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎকালে তিনি যে পোশাকটি পরেছিলেন, সেটি ছিল হাঁটুর উপরে। বিষয়টি নিয়ে তখন তীব্র সমালোচনার ঝড় উঠে।
এ ছাড়া দুদিন আগেই আরও একবার বিতর্কে জড়িয়েছিলেন প্রিয়াঙ্কা। আসামে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি ছবি পোস্ট করেন। সেখানে প্রিয়াঙ্কার হাতে একটি রিসলেট ছিল, যা মঙ্গলসূত্রের মতো দেখতে। ছবিটি দেখার পর গুজব ওঠে, প্রিয়াঙ্কা নাকি গোপনে বিয়ের কাজটি সেরে করে ফেলেছেন।
এবিএন/সাদিক/জসিম