বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

বাথরুমের দুর্গন্ধ দূর হবে ঘরোয়া উপায়ে

বাথরুমের দুর্গন্ধ দূর হবে ঘরোয়া উপায়ে

ঢাকা, ০৪ মে, এবিনিউজ : নিয়মিত পরিষ্কার করার পরও অনেক সময় বাথরুমে দুর্গন্ধ বের হয়। যত পরিষ্কারই থাকুক না কেন এর দুর্গন্ধ যেন যেতেই চায় না। চিন্তার কোনো কারণ নেই, ঘরোয়া উপায়েই দূর করা সম্ভব এই দুর্গন্ধ।

বাথরুমের গন্ধ দূর করুন রুম ফ্রেশনার ব্যবহার করে। হালকা করে রুম ফ্রেশনার দিয়ে বাথরুমে স্প্রে করুন। দেখবেন কিছুক্ষণের মধ্যে দুর্গন্ধ উধাও হয়ে যাবে।

বেকিং পাউডার কমোডের দুর্গন্ধ দূর করার পাশাপাশি কমোডকে নতুনের মতো সাদা করবে। প্রথমে কমোডটি ফ্ল্যাশ করে নিন। এরপর কিছুটা বেকিং পাউডার ছিটিয়ে দিন। ১ ঘণ্টা পর ফ্ল্যাশ করে ফেলুন। কমোডের দাগ দূর হওয়ার সঙ্গে সঙ্গে দুর্গন্ধও চলে যাবে।

একটি তোয়ালে ভিনেগার মিশিয়ে বাথরুমে ঝুলিয়ে রেখে দিন। ভিনেগার বাথরুমের দুর্গন্ধকে আস্তে আস্তে শুষে নেয়।

ভেজা স্যাঁতস্যাঁত বাথরুম থেকে দুর্গন্ধের সৃষ্টি হয়। তাই বাথরুমের মেঝে শুকনো রাখার চেষ্টা করুন। বাথরুম পরিষ্কারের পরে দরজাটা খোলা রাখুন। দেখবেন কিছুক্ষণ পর মেঝে শুকিয়ে গেছে।

ছোট সুগন্ধি মোমবাতি বাথরুমে রাখতে পারেন। এটি আপনার বাথরুমের সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি বাথরুমকে দুর্গন্ধমুক্ত রাখবে।

সর্বোপরি বাথরুমের জানালাটা খোলা রাখার চেষ্টা করুন। সারাক্ষণ না হলেও দিনের কিছু সময় জানালাটা খোলা রাখুন। এতে বাথরুমের গন্ধটা দূর করে বাতাস চলাচল ঠিক রাখবে।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত