![কেরানীগঞ্জে ছেলের ছুরিকাঘাতে মা নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/04/keraniganj_137961.jpg)
ঢাকা, ০৪ মে, এবিনিউজ : কেরানীগঞ্জে ছেলের ছুরিকাঘাতে সাহিদা খাতুন নামে এক মা খুন হয়েছেন। হত্যার পর পালানোর সময় হাতেনাতে ঘাতক ছেলে তাজুল ইসলাম মন্ডলকে স্থানীয়রা আটক করে পিটুনি দিলে পুলিশ খবর পেয়ে তাদের কাছ থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আজ শুক্রবার ভোর রাতে ঢাকার কেরানীগঞ্জে জিনজিরা ইউনিয়নের মডেল টাউন এলাকা এ ঘটনা ঘটে।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কেরানীগঞ্জ থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ঘাতক তাজুল ইসলাম একজন মাদকসেবী। মায়ের কাছ থেকে টাকা চেয়ে না পেয়ে তাকে ছুরিকাঘাত করে।
এবিএন/জনি/জসিম/জেডি