![...কথাগুলো হুবহু লিখতে পারিনি। দুঃখিত।](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/04/shantonu_138022.jpg)
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বৃহস্পতিবারে বলেছেন, ‘একসময় সাংবাদিকদের বেতন কম ছিল, তখন বেশি সাহস ছিলো। এখন সাংবাদিকদের বেতন বেড়েছে, সাহস কমেছে। সাংবাদিকরা এখন অনুভূতির চাপে থাকেন। যে চাপ দেখা যায় না। তাঁরা এর প্রতিবাদ করবেন কীভাবে?’
পাঠকনন্দিত কলামিস্ট, আমার প্রথম সম্পাদক শ্রদ্ধেয় বিভুরঞ্জন সরকার একবার সাপ্তাহিক মৃদুভাষণের ঈদসংখ্যায় (এখন প্রকাশনায় নেই) লিখেছিলেন, ‘একসময় সাংবাদিকরা নিজের নাম গোপন রেখে ছদ্মনামে লিখে সত্য প্রকাশ করতেন। আজকাল নাম প্রকাশ করে সত্যকে আড়াল করেন।’
কী দারুণ, উদ্ভট পরিবর্তন সাংবাদিকতায়! আর কি কি পরিবর্তন হবে সাংবাদিকতায়? উল্লেখ্য, সাপ্তাহিক যায়যায়দিনের তারিখ ইব্রাহিম ছদ্মনামের কলামিস্ট বিভুদা’র কথাগুলো হুবহু লিখতে পারিনি। দুঃখিত।
হাসান শান্তনু’র স্ট্যাটাস থেকে