ঢাকা, ০৪ মে, এবিনিউজ : ইসলাম ধর্মের সঙ্গে বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের বিরোধ দীর্ঘদিনের। মূলত সেই কারণেই যাবতীয় প্রতিকূলতার সৃষ্টি হয়েছে তার জীবনে। তসলিমাকে ছাড়তে হয়েছে নিজের জন্মভূমি বাংলাদেশ। একই কারণে বিতর্কিত এই লেখিকার ঠাঁই মেলেনি কলকাতা শহরেও।
তবে সম্প্রতি ইসলামের একটি বিষয় তসলিমার বিশেষ পছন্দের বলে জানিয়েছেন লেখিকা।
নিজের অভিমত প্রকাশ করে ট্যুইট করেছেন লেখিকা তসলিমা নাসরিন। তিনি লিখেছেন, ধনি মানুষেরা গরিবদের খাবার, ‘অর্থ এবং জামাকাপড় দান করে। ইসলাম ধর্মের যাবতীয় রেওয়াজের মধ্যে এই একটিমাত্র বিষয় আমার পছন্দের।’ তবে একই সঙ্গে এই দান খয়রাতকে স্বর্গলাভের উদ্দেশ্য বলেছেন তিনি।
এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি