![নরসিংদীতে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/04/arrest_abnews_138065.jpg)
নরসিংদী, ০৪ মে, এবিনিউজ : নরসিংদীতে ২০ কেজি গাজা সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী শহরের পুরাতন লঞ্চঘাট থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত গাঁজার মূল্য আনুমানিক ২ লাখ টাকা।
গ্রেপ্তারকৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার ধজ নগর এলাকার বাবুল মিয়ার ছেলে সালমান (২৩), ও মোহাম্মমদ আলী মেয়ে সেফালী বেগম (২২), লেশিহাড়া এলাকার খোরশেদ আলম এর স্ত্রী লাকী (৩০)।
পুলিশ জানায়, আজ শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সৈয়দুজ্জামান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে নরসিংদী শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় অভিযান চালায়। সেসময় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে নরসিংদীতে আসা একটি লঞ্চে অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের সাথে থাকা ২০ কেজি গাজা জব্দ করে পুলিশ। জব্দকৃত গাঁজার মূল্য আনুমানিক ২ লাখ টাকা। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাহারা দীর্ঘদিন যাবত বি-বাড়ীয়া জেলার বিভিন্ন থানা ও এলাকা হইতে নদী পথে গাঁজা বিক্রির উদ্দেশে নরসিংদী শহরে সরবারহ করে।
অভিযানে সাথে ছিলেন এস.আই মিজানুর রহমান, এ.এস.আই ইকরামুল ইসলাম, এ.এস.আই আমিনুল ইসলাম ও এ.এস.আই সাইফুল ইসলাম।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দুজ্জামান বলেন, তারা সকলেই পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এবিএন/সুমন রায়/জসিম/এমসি