![গলাবাজি করে নেতা হওয়ার দিন শেষ: ওমর ফারুক চৌধুরী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/04/faruk_138066.jpg)
যশোর, ০৪ মে, এবিনিউজ : আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, গলাবাজি করে নেতা হওয়ার দিন শেষ। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে জননেত্রী শেখ হাসিনাকে নেতা মেনে রাজপথে থাকতে হবে। আজ শুক্রবার সকালে যশোর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পথসভায় এসব কথা বলেন তিনি।
ওমর ফারুক চৌধুরী আরও বলেন, শেখ হাসিনার দুরদর্শি নেতৃত্বে বাংলাদেশ আজ অসাম্প্রদায়িক রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছে। বিএনপি জামায়াত ক্ষমতায় আসলে দেশে জঙ্গিবাদের উত্থান হয়। শেখ হাসিনার অধীনে নির্বাচন মানে আমার ভোট আমি দিবো, যাকে খুশি তাকে দিবো। আর খালেদা জিয়ার ভোট মানে দশটি হুন্ডা, বিশটা গুন্ডা, ভোটের মাঠ ঠান্ডা।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশে লুটপাট, জঙ্গিবাদের উত্থান হয়। সাম্প্রদায়িক গোষ্ঠী মাথাচাড়া দিয়ে ওঠে। আর আওয়ামী লীগ দেশের মানুষের কল্যাণে কাজ করে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে পদ্মাসেতু, মেট্রোরেলের মেগা প্রকল্প, রূপপুর পারমানবিক কেন্দ্র, ডিজিটাল বাংলাদেশ হয়। শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়নে রোল মডেল হয় বাংলাদেশ। তাই ক্ষুধা দারিদ্রমুক্ত আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিকল্প নেই। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় গেলে সারাদেশে সমতার উন্নয়ন হবে। বাংলাদেশ হবে আধুনিক রাষ্ট্র। তাই নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এসময় পথসভায় আরও বক্তব্য রাখেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবত, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু।
এবিএন/মমিন/জসিম