![জমকালো ঈদ অনুষ্টানে ভিআইপিদের সঙ্গে খন্দকার বাপ্পী](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/08/kondkar-bappy_82209.jpg)
ঢাকা, ৮ জুন, এবিনিউজ : এবারের ঈদ আয়োজনে এশিয়ান টিভিতে প্রচার হবে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে দুটি অনুষ্ঠান ‘বিজনেস ম্যান ও পলিটিক্যাল লিডার শো’ । বিশেষ এই অনুষ্টান দুটির শুটিং গত কাল শেষ হয়েছে।
শো দুইটিতে দেশের রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা অংশগ্রহন করেছেন। জমকালো আয়োজনে অন্যতম মূল চমক ছিল খন্দকার বাপ্পীর আয়োজনে গান ও নাচের কোরিওগ্রাফি। ঈদ আড্ডা, গেম শো, সাথে খন্দকার বাপ্পীর গান পরিবেশনা অনুষ্টানটিকে আলোকিত করেছে। চারটি গান পরিবেশন করেছেন বাপ্পী। তার গানের সাথে দেশের বিশিষ্ট রাজনৈতিক ও ব্যবসায়িক নেতারা নেতারা স্টেজে উঠে আসেন, এবং বাপ্পীর সাথে গানে গানে বেশ আনন্দ করেছেন নেতারা।
খন্দকার বাপ্পী বলেন, আমার ছোট জীবনে এটি অন্যতম বিশেষ দিন। এমন একটি তারকাবহুল অনুষ্টানে রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিদের সাথে গান করে তাদের আনন্দ দিতে পেরেছি-ভাবতেই বেশ আনন্দিত আমি। সবার ভালবাসা ও প্রশংসায় অভিভৃত আমি। অনুষ্টানটির সার্বিক তত্বাবধানে ছিলেন সোহলে এইচ হোসেন। টিভি অনুষ্টান ছাড়াও আগামী সপ্তাহে খন্দকার বাপ্পী ও বর্ষা মাহমুদের কন্ঠে ‘জলে ভেজা চোখ’ শিরোনামের নতুন একটি গানের অডিও এবং মিউজিক ভিডিও প্রকাশ পাচ্ছে সাউন্ডটেকের ব্যানারে।
গানটির সঙ্গীত করেছেন ইশরাক হোসেন। গান, কোরিওগ্রাফি ও পরিচালনার ব্যস্ততায় এখন মুখরিত দিন পার করছেন খন্দকার বাপ্পী।
এবিএন/আশিক বন্ধু/জসিম/এমসি