বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • বিনোদন
  • বাবাকে আল্লাহর সঙ্গে তুলনা করলেন উপস্থাপক মীর!

বাবাকে আল্লাহর সঙ্গে তুলনা করলেন উপস্থাপক মীর!

বাবাকে আল্লাহর সঙ্গে তুলনা করলেন উপস্থাপক মীর!

ঢাকা, ৩০ জুন, এবিনিউজ : ঈদের দিন নামাজের পর বাবার সঙ্গে তোলা সেলফি ফেসবুকে পোস্ট করে বিতর্কে জড়িয়েছিলেন তারকা উপস্থাপক মীর। ইসলামিক আইন মেনে মীর আফসার আলিকে জবাব দিল পশ্চিমবঙ্গ মুসলিম বুদ্ধিজীবী মহল।

ঈদের দিন বাবার সঙ্গে তোলা সেলফি ফেসবুকে পোস্ট করে মীর ছবির ক্যাপশন লিখেছিলেন, ‘আমার আব্বা… আমার আল্লাহ…’ এই নিয়েই শুরু হয় বিতর্ক। মহান আল্লাহর সঙ্গে কোনও মানুষের তুলনা করা চলে না। এই যুক্তিতে মীরের ফেসবুকে পেজের কমেন্ট বক্সে তাকে আক্রমণ করতে থাকেন ধর্মপ্রাণ মুসলিম ব্যক্তিরা। অনেক ক্ষেত্রে শালীনতার সীমা ছাড়িয়ে যাওয়ায় তৈরি হয়েছিল নয়া বিতর্ক। মীরের পাশে দাঁড়িয়েছিলেন লেখিকা তসলিমা নাসরিনের মতো বিতর্কিত ব্যক্তি।

মীরের সেই পোস্টকে ঘিরে বিতর্কের রেশ এখনও চলছে। এরই মাঝে সেই বিতর্ক নিয়ে মুখ খুলল পশ্চিমবঙ্গ মুসলিম বুদ্ধিজীবী মহল। তাদের মতে, ‘মহান নবীকেও আল্লাহর কাছাকাছি ভাবা ইসলাম ধর্ম মান্যতা দেয় না। তুলনা করা অনেক বড় পাপ। সেখানে বাবা-মা সামান্য।’ একইসঙ্গে তারা এও জানিয়ে দিয়েছেন যে, ‘সমগ্র বিশ্বের সকল মুসলিমের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। মীর বা পীর কেউই ইসলামিক আইনের ঊর্ধ্বে নয়।’

প্রসঙ্গত, ঈদের দিন মীরের সেই বিতর্কিত ছবি নিজেদের পেজে পোস্ট করেছিল পশ্চিমবঙ্গ মুসলিম বুদ্ধিজীবী মহল। যদিও সেখানে মীরের দেওয়া ক্যাপশনের কোনও উল্লেখ ছিল না। সেই পোস্টেও সমালোচনায় সামিল হয়েছিলেন অনেক ধর্মপ্রাণ মুসলিম।

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত