বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • বিনোদন
  • বিশেষ অনুষ্ঠান ‘কোজাকের বেশে বাংলাদেশে’

বিশেষ অনুষ্ঠান ‘কোজাকের বেশে বাংলাদেশে’

বিশেষ অনুষ্ঠান ‘কোজাকের বেশে বাংলাদেশে’

ঢাকা, ২৪ আগস্ট, এবিনিউজ : সাংবাদিক ও রম্যলেখক মাসুদ কামাল হিন্দোল এর গ্রন্থণা ও পরিকল্পনায় ঈদের দিন দুপুর ১.৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে বিশেষ রম্য অনুষ্ঠান ‘কোজাকের বেশে বাংলাদেশে’। অনুষ্ঠানটি পরিচালনা করছেন কুইন রহমানবিশেষ অনুষ্ঠান ‘কোজাকের বেশে বাংলাদেশে’

সংগীত শিল্পী শেখ সাহেদ আলী’র উপস্থাপনায় অনুষ্ঠানে অংশ নিয়েছেন ফটোগ্রাফার চঞ্চল মাহামুদ, রম্যলেখক ও অভিনেতা আহসান কবির, সংগীতশিল্পী, মিলন মাহামুদ এবং উপস্থাপক খন্দকার ইসমাইল।

আশির দশকে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হত ইংরেজি মেগা সিরিয়াল কোজাক। কেন্দ্রীয় চরিত্র কোজাক ছিল ন্যাড়া। সে সময়ে এ চরিত্রটির জনপ্রিয়তার কারণে বাজারে আমেরিকার পাশাপাশি আমাদের দেশেও কোজাক নামে ললিপপ পাওয়া যেত।বিশেষ অনুষ্ঠান ‘কোজাকের বেশে বাংলাদেশে’

তখন অনেক তরুণ কোজাকের অণুকরণে মাথা ন্যাড়া করেছেন। কিন্তু সেটা ছিল সাময়িক। কোজাক প্রচারিত হওয়ার প্রায় তিন দশক পর আমাদের দেশে এমন কিছু সেলিব্রেটি আছেন যারা মাথায় চুল থাকা সত্বেও মাথা ন্যাড়া করে রাখেন। তাদের ন্যাড়া মাথার রহস্য নিয়ে এ অনুষ্ঠান। আরও থাকছে ন্যাড়া মাথা সম্পর্কে মজার মজার সব তথ্য।

এবিএন/রাজ্জাক/জসিম/এআর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত