![‘লাভেলো মিস ওয়ার্ল্ড’ এর ফাইনাল আগামীকাল : সেরা সুন্দরী হয়ে কে যাচ্ছেন চীনে ?](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/28/abnews-24.bbbbbbbbb_102290.jpg)
ঢাকা, ২৮ সেপ্টেম্বর, এবিনিউজ : সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত নির্বাচিত হতে যাচ্ছেন লাভেলো মিসওয়ার্ল্ড বাংলাদেশ। আগামীকাল ২৯ সেপ্টেম্বর, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রী হলে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এনটিভি। ফাইনালের আয়োজনে পারফর্ম করবেন বাংলাদেশের শীর্ষস্থানীয় তারকারা। অতিথি বিচারক হিসেবে ফাইনালের মঞ্চ মাতাবেন বাংলাদেশের বিভিন্ন সেক্টরের সফল ব্যক্তিত্বরা। এদের মধ্যে রয়েছেন জাদুশিল্পী জুয়েল আইচ, ফ্যাশন আইকন বিবি রাসেল, ফটোগ্রাফার চঞ্চল মাহমুদ, কর্পোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা, মাইক্রোসফট বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির, অভিনেত্রী শম্পা রেজাসহ আরো অনেক চমক।
প্রতিযোগিতায় টিকে থাকা শীর্ষ দশ প্রতিযোগী হচ্ছেন রুকাইয়া জাহান চমক, জান্নাতুল নাঈম অভ্রিল, জারা মিতু, সাদিয়া ইমান, তৌহিদা তাসনিম তিফা, মিফতাহুল জান্নাত, সঞ্চিতা রানী দত্ত, ফারহানা জামান তন্দ্রা, জান্নাতুল সুমাইয়া হিমি এবং জেসিকা ইসলাম। এখান থেকেই ঘোষণা করা হবে চূড়ান্ত বিজয়ীর নাম। বিজয়ী লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ৬৭তম বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। আয়োজন প্রসঙ্গে আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের চেয়ারম্যান স¡পন চৌধুরী ও অমিকন এন্টারটেইনমেন্ট এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সফলভাবে এ আয়োজনের সমাপ্তি এগিয়ে আসায় তৃপ্তি প্রকাশ করেন। পুরো বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
তারা জানান, অনেক সংশয়, দ্বিধা স্বত্ত্বেও আমরা সফলভাবেই আমাদেও প্রথমবারের আয়োজন শেষ করতে পেরেছি। প্রথমবারের সাড়া আমরা অভূতপূর্ব সাড়া মিলেছে। এ আয়োজনটি কেবল দেশেই না বরং আন্তর্জাতিকভাবেও বাংলাদেশকে তুলে ধরবে।’ টাইটেল স্পন্সর লাভেলো ছাড়াও মিস ওয়ার্ল্ড বাংলাদেশের সঙ্গে আরো রয়েছেন ক্রাউন স্পন্সর আমিন জুয়েলার্স, সজীব গ্রুপ, রংধনু গ্রুপ, ভীশন, ওয়ারড্রোব পার্টনার নাবিলা-সহ আরো অনেক পার্টনার এবং এসোসিয়েটরা। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আশরাফ রনি। আয়োজক সূত্রে জানা গেছে শীর্ষ বিজয়ী যেমন সেরা সুন্দরীদের বিশ্ব আসর মিস ওয়ার্ল্ডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, ঠিক তেমনি টপটেন প্রতিযোগীদের জন্যও থাকছে নানা আয়োজন। বিস্তারিত সব ঘোষণাই আসবে ফাইনালের মঞ্চ থেকে।
এবিএন/উজ্জ্বল/জসিম/তোহা