শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

দর্শক মাতাতে ময়মনসিংহে অাসছে জেমস

দর্শক মাতাতে ময়মনসিংহে অাসছে জেমস

ময়মনসিংহ, ১৫ মার্চ, এবিনিউজ : গান প্রিয় দর্শকশ্রোতাদের মাতাতে ময়মনসিংহ অাসছে জেমস।

আগামী ২৩ মার্চ রোজ শুক্রবার ময়মনসিংহেরর শহীদ ভাষা সৈনিক রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বাংলালিংক ফোর জি এর সৌজন্যে এক বিশাল কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ময়মনসিংহে বাংলালিংকের আয়োজনে নতুন দিনের কনসার্ট এ আসছে দেশ বিখ্যাত নগর বাউল জেমস।

ব্লুজ কমিউনিকেশনস লি: এর অায়োজনে ময়মনসিংহ জেলা পরিষদ এর সহযোগীতায় এই কনসার্ট অনুষ্টিত হবে। শহরের কিশোর ও যুবকদের মাঝে এই কনসার্টকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দিপনা দেখা গেছে। বিশেষ করে এই কনসার্টকে ঘিরে ময়মনসিংহে জেমস ভক্তদের মাঝে ব্যাপক অাগ্রহ লক্ষ করা গেছে।

উক্ত কনসার্টে জেমস ছাড়াও থাকবে চিরকুট, লালন, শিরোনামহীন, শুভ রকস, ভাইকিংস, শূণ্য এবং কর্ণিয়াসহ আরো অনেকে।

এবিএন/মো:মঈন উদ্দিন রায়হান/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত