![‘বিগ বস’ তারকা হিনার বাগদান সম্পন্ন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/02/hina_abnews_133305.jpg)
ঢাকা, ০২ এপ্রিল, এবিনিউজ : জনপ্রিয় অনুষ্ঠান ‘বিগ বস’এর মাধ্যমে তারকাখ্যাতি পেয়েছিলেন হিনা খান। এবার নিজের বাগদান সেরে নিলেন এই তারকা। বিগ বস তারকার বাগদান যেন রূপকথার গল্পের মতোই হলো।
জানা গেছে, বহুদিন ধরে প্রযোজক রকি জয়সওয়ালের সঙ্গে লুকিয়ে প্রেম করছিলেন হিনা। এবার তাদের প্রেমকাহিনি প্রকাশ্যে এসেছে। খুব শিগগিরই নাকি তারা গাঁটছড়াও বাঁধবেন। বিয়ের চূড়ান্ত খবর সবাইকে বেশ আয়োজন করেই দিতে চান হিনা-রকি।
মরুভূমির উপর দিয়ে উড়ে চলেছে এয়ার বেলুন। আর সেখানেই হিনার আঙুলে হঠাৎ আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব দেন তার হবু বর। আরবের মরুভূমির উপর দিয়ে এয়ার বেলুনে চড়ে উড়তে উড়তে বাগদান সেরেছেন হিনা ও তার হবু বর রকি জয়সওয়াল।ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, রকির এই পরিকল্পনার কথা জানা ছিল না হিনার। দুবাইয়ে হিনা গিয়েছিলেন দুবাই ফ্যাশন উইকে যোগ দিতে। এদিন প্রেমিক জয়সওয়ালের সঙ্গে সকাল বেলা অন্য সব দিনের মতোই ঘুরতে বেরিয়েছিলেন হিনা খান।
হিনা অ্যাডভেঞ্চার পছন্দ করেন। তাই তাকে খুশি করতেই এয়ার বেলুনে চড়ান রকি। আর সেখানেই নাকি তিনি হিনার আঙুলে আংটি পরিয়ে দেন। পুরো ব্যাপারটিতে ভীষণভাবে চমকিত হয়েছেন হিনা। রকির এই সারপ্রাইজে আনন্দে কেঁদে ফেলেন হিনা।
এবিএন/মাইকেল/জসিম/এমসি