শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • বিনোদন
  • এবারই প্রথমবার খলনায়ক চরিত্রে সালমান খান

এবারই প্রথমবার খলনায়ক চরিত্রে সালমান খান

এবারই প্রথমবার খলনায়ক চরিত্রে সালমান খান

ঢাকা, ০২ এপ্রিল, এবিনিউজ : দুই দশকের দীর্ঘ ক্যারিয়ারে ভিলেনের চরিত্রে দেখা যায়নি সালমান খানকে। সেই তিনিই এবার তথাকথিত খলনায়কের চরিত্রে অভিনয় করতে চলেছেন, সিনেমার নাম ‘রেস থ্রি’।

সালমানের পুরনো সাক্ষাৎকারের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানায়, তিনি ভিলেন হতে চান না। শুধুই দর্শকদের মনোরঞ্জন করতে চান। বলেন, ‘হিরোর চরিত্রই আমার বেশি পছন্দের। একমাত্র এই চরিত্রের গন্ধ দর্শকরা গায়ে মেখে ঘুরতে পারবেন।’

বাস্তব জীবনে তার গায়ে খলনায়কের কাদা লেগেছিল অনেক আগেই। পর্দায় যাতে পুনরাবৃত্তি না ঘটে সে জন্য সদা সজাগ ছিলেন। হঠাৎ কী এমন হলো সালমানের? যে স্টারডমে খলনায়কের ‘কাদা’ ছেটাতে চাইছিলেন না, হঠাৎই সেই চরিত্রে অভিনয় করতে গোঁ ধরলেন কেন?এবারই প্রথমবার খলনায়ক চরিত্রে সালমান খান

বিশেষ একটা শর্তেই না কি এমন চরিত্রে রাজি হয়েছেন সালমান খান। তথাকথিত ভিলেনরা ছবিতে সচরাচর যে সব ‘ভিলেনসুলভ’ কাজকম্ম করে থাকেন, তার বিন্দুমাত্রও করতে হবে না বলিউডের ভাইজানকে। এমনটাই জানানো হয়েছে প্রযোজনা সংস্থার তরফে।

‘রেস থ্রি’র প্রযোজনা সংস্থা থেকে বলা হয়েছে, ‘ক্যারিয়ারে এত বছরে যখন ভিলেনের চরিত্রে অভিনয় করতে রাজি হচ্ছিলেন না, তখনই রেস থ্রি-র জন্য ভিলেন হচ্ছেন সালমান খান। তবে পোড় খাওয়া স্টিরিওটাইপ ভিলেন নয়, বরং সাইকোলজিক্যাল ভিলেনের চরিত্রে রাজি হয়েছেন।’

আরো বলা হয়, “ভিলেন মানেই নায়ককে অহেতুক ভয় দেখানো, নায়িকার পেছনে তাড়া করা আর বন্ধুবান্ধবের সঙ্গে মদ্যপান। এসবে আগেই মুখ বেঁকিয়ে ছিলেন বলিউডের ভাইজান। তবে রাজি হয়েছেন সিলভার স্ক্রিনে প্ল্যান মাফিক ‘কুকর্ম’ করতে। যে প্ল্যানের পরতে পরতে থাকবে রহস্য। এমন ভিলেনের চরিত্রেই দর্শকদের হাড়হিম করতে চলেছেন সালমান।”

সদ্যই শেষ হয়েছে এই ছবির শুটিং। সালমান খানের নিজস্ব প্রযোজনা সংস্থাও এই ছবির অন্যতম লগ্নিকারক। ভিলেন হিসেবে কেমন চমক দেন সালমান, সেটাই এখন দেখার বিষয়।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত