বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • বিনোদন
  • ‘চলচ্চিত্রের বিভাজন নিয়ে আমাকে কাঁদায় ওমর সানী’

‘চলচ্চিত্রের বিভাজন নিয়ে আমাকে কাঁদায় ওমর সানী’

‘চলচ্চিত্রের বিভাজন নিয়ে আমাকে কাঁদায় ওমর সানী’

ঢাকা, ০২ এপ্রিল, এবিনিউজ : বছর দেড়েক ধরে নানা ইস্যুতে বাংলাদেশের চলচ্চিত্র জগত বিভক্ত। ‘জাতীয় চলচ্চিত্র দিবস’ পালনকে ঘিরেও সেই রেশ দেখা যাচ্ছে। আলাদাভাবে দিবসটি পালনের ঘোষণাও দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার।

চলচ্চিত্রের এ বিভাজন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলেন নায়ক ওমর সানী। জানান, চলচ্চিত্রের বিভাজন তাকে কাঁদায়।

‘প্রথম প্রেম’ নায়ক লেখেন, ‘আগামী ৩রা এপ্রিল চলচ্চিত্র দিবস। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের চলচ্চিত্র জগতের সঙ্গে যারা জড়িত ছিলেন, আছেন সবার প্রতি আমার অগাধ শ্রদ্ধা, ভালোবাসা। এ দিবস নিয়ে আমাদের অনেক স্মৃতি জড়িত। অনেক আশা থাকে এ দিনটি নিয়ে। চলচ্চিত্র পরিবারের গুরুজন সৈয়দ হাসান ইমাম সাহেবকে নিয়ে কোন রাজনীতি হবে না সে প্রত্যাশা ছিল, তা আর হলো কই?’

আরো লেখেন, ‘আমি দুটো পক্ষকেই এক দেখতে চাই, আমরা চলচ্চিত্রকে ভালোবাসি, এখানে কাজ করেছি এতগুলো বছর। চলচ্চিত্রের বিভাজন আমাকে কাঁদায়। চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষজন, সরকার, দর্শক সবাই মিলে চলচ্চিত্র পরিবার। চলচ্চিত্র দিবসে সবাই মিলে আনন্দ করব, মিলনমেলায় পরিণত হবে এফডিসি এমন দৃশ্য ভাবতে ভালোই লাগে। জানি না তা হবে কিনা। শরীর ও পরিবেশ যদি অনুকূলে থাকে তাহলে হয়তো দেখা হবে আমাদের সঙ্গে সবার।’

ওমর সানী বলেন, ‘মাননীয় মন্ত্রী মহোদয় ও সংশ্লিষ্টদের প্রতি আকূল আবেদন চলচ্চিত্রকে রাজনীতিমুক্ত করুন। রাজনীতি করে শিল্পচর্চা হয় না, শিল্পের বিকাশের জন্য প্রয়োজন রাজনীতিমুক্ত পরিবেশ। আমার বিশ্বাস আপনি পারবেন যদি সকল মতামতকে গুরুত্ব দিয়ে সমাধানের উদ্যোগ নিতে পারেন।’

সম্প্রতি চলচ্চিত্র দিবস পালন নিয়ে শিল্পী-কলাকুশলীদের একাধিক সংগঠনের প্লাটফর্ম বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের সঙ্গে বিরোধ হয় এফডিসির। এ কারণে আলাদাভাবে দিবসটি পালনের ঘোষণা দিয়েছেন শিল্পী-কলাকুশলীরা। এমনকি তথ্যমন্ত্রীর অপসারণও চান তারা।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত