বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • বিনোদন
  • এবার মিসেস সেনের চরিত্রে দেখা যাবে জয়াকে

এবার মিসেস সেনের চরিত্রে দেখা যাবে জয়াকে

এবার মিসেস সেনের চরিত্রে দেখা যাবে জয়াকে

ঢাকা, ০৩ এপ্রিল, এবিনিউজ : জয় আহসান, মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, সোহিনী সরকার ও প্রিয়াঙ্কা সরকার— এই পাঁচ অভিনেত্রীকে পাওয়া যাবে ‘ক্রিসক্রস’-এ। কলকাতার এ সিনেমায় পাঁচ লড়াকু নারীর জীবনের গল্প উঠে আসবে। সাথে আছেন ঋদ্ধিমা ঘোষ, অর্জুন চক্রবর্তী, ইন্দ্রাশীস রায়, গৌরব চক্রবর্তীসহ অনেকেই।

জি নিউজ জানায়, ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় বিরসা দাশগুপ্ত পরিচালনা করছেন ‘ক্রিসক্রস’। স্মরণজিৎ চক্রবর্তীর উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি। ইতোমধ্যেই শুরু হয়েছে শুটিং।

‘ক্রিসক্রস’-এ অ্যাংলো ইন্ডিয়ান মেয়ে সুজির চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। স্বামী (মৈনাক বন্দ্যোপাধ্যায়) সুজিকে ছেড়ে যখন চলে যান, তখন তিনি অন্তঃসত্ত্বা ছিলেন।

অন্যদিকে জয়া আহসান অভিনয় করছেন মিসেস সেনের চরিত্রে। যিনি ভীষণই উচ্চাকাঙ্খী। যার আবার একটা খারাপ অতীত রয়েছে।

মিমি চক্রবর্তীকে দেখা যাবে ইরার চরিত্রে, যিনি একজন ফটো জার্নালিস্ট। সোহিনী সরকারকে দেখা যাবে উত্তর কলকাতার গৃহবধূ রূপার চরিত্রে। আর নুসরাতকে দেখা যাবে একজন মুসলিম মেয়ে মেহেরের চরিত্রে। যে একজন অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেন।

জানা যায়, এই ছবিতে মিসেস সেন, সুজি, রূপা, মেহের, ইরা সকলকেই এক সুতোয় বেঁধেছেন পরিচালক বিরসা দাশগুপ্ত। এটি একটি রাতের গল্প। আর এই রাতের মধ্যেই এই পাঁচ নারী চরিত্রকে কোনো না কোনোভাবে এক সূত্রে বাঁধবেন পরিচালক। অনেকেই মনে করছেন ‘ক্রিসক্রস’-এর গল্প খানিকটা অনুরাগ বসু পরিচালিত হিন্দি সিনেমা ‘লাইফ ইন এ মেট্রো’র মতো।

ছবিটির মিউজিক করছেন প্রীতম। চিত্রনাট্য লিখেছেন মৈনাক ভৌমিক।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত