![কোনো নাটকে নয়, মিউজিক ভিডিওতে সিয়াম-নাদিয়া](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/03/siyam-nadia.abnews24_133570.jpg)
ঢাকা, ০৩ এপ্রিল, এবিনিউজ : পুরনো দিনের আমেজে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনয়শিল্পী সিয়াম আহমেদ ও নাদিয়া খানম। কোনো নাটকে নয়, তাদের পাওয়া যাবে একটি মিউজিক ভিডিওতে।
‘আমাদের সেই প্রেম’ শিরোনামের ভিডিওতে কী নেই? আছে লুকিয়ে লুকিয়ে চিঠি দেওয়া, এক পলক দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা, সময়-অসময়ে কারো বাসায় উঁকি দেওয়াসহ আরো কত কী!
গানটিতে কণ্ঠ দিয়েছেন আল মাসুদ। ভিডিওর নির্মাতাও তিনিই। কথা ও সুর করেছেন নাহিদ হাসান, সঙ্গীতায়োজনে আমজাদ হোসাইন।
মাসুদ বলেন, “মানুষের কমে যাওয়া আবেগ-অনুভুতি নিয়েই ‘আমাদের সেই প্রেম’। এখন আবেগ-অনুভুতি প্রকাশ করা যতটা সহজ, কয়েক বছর আগেও তা সহজ ছিল না। তাই এই গানের মাধ্যমে নতুন প্রজন্ম যেমন সেই আবেগ-অনুভূতি উপলব্ধি করতে পারবে, তেমনি মাঝবয়সীরা ফিরে যাবেন নস্টালজিয়ায়।”
ভিডিওটির শুটিং হয়েছে রাজধানীর উত্তরা ও আজিমপুর কলোনিতে। ধ্রুব মিউজিক স্টেশনের তথা ডিএমএসের ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার এপ্রিল উন্মুক্ত করা হবে গানটি। পাশাপাশি শোনা যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক ও বাংলালিংক ভাইবে।
২০১৩ সালে ‘এয়ারটেল-রেডিও ফুর্তি ইয়াংস্টার’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন আল মাসুদ। এরপর তাকে পাওয়া গেছে একাধিক গানে।
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি