
ঢাকা, ০৩ এপ্রিল, এবিনিউজ : আবারো একসঙ্গে বড়পর্দায় দেখা যেতে পারে অমিতাভ বচ্চন ও তাপসী পান্নুকে। কোর্টরুম ড্রামার পর এবারের ছবি ক্রাইম থ্রিলার। পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘পিঙ্ক’-এর পর দুজনের জুটি বাঁধা এই নিয়ে দ্বিতীয়বার।
আনন্দবাজার পত্রিকা সূত্রে জানা যায়, নতুন ছবির দায়িত্বেও রয়েছেন আরেক বাঙালি পরিচালক, সুজয় ঘোষ। থ্রিলার বানানোই যিনি রীতিমতো দক্ষ।
ছবিটির নাম হতে চলেছে ‘বদলা’। তবে এক্ষুনি থ্রিলারের গল্প সম্পর্কে বিশেষ কিছু ভেঙে বলতে চাইছেন না পরিচালক।
এই মুহূর্তে অনুরাগ কাশ্যপের ‘মনমর্জিয়াঁ’র শুটিংয়ে ব্যস্ত নায়িকা তাপসী। অমিতাভের ছবি ‘১০২ নট আউট’-এর মুক্তিও শিগগিরই। সুজয়কে নাকি ইতিমধ্যেই ‘বদলা’র জন্য সম্মতি জানিয়েছেন তাপসী। অমিতাভেরও চিত্রনাট্য পছন্দ হয়েছে। এখন শুধু শুটিং শুরু হওয়া বাকি।
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি