ঢাকা, ০৫ এপ্রিল, এবিনিউজ : কান চলচ্চিত্র উৎসবে বাংলার মুখ উজ্জ্বল করেছে সুদীপ রঞ্জন। তার তৈরি সিনেমা ‘লাস্ট’-এর প্রিমিয়ার হতে চলেছে, ৭১ তম কান চলচ্চিত্র উৎসবে। ঘরের ছেলের এমন সাফল্যে গর্বিত কলকাতা শহর।
‘লাস্ট’ সুদীপের তৃতীয় ছবি। এটি একটি ফিচার ইংলিশ মুভি। যে ছবির বিশেষত হল এটি সাদা-কালো একটি সিনেমা। গোটা সিনেমাতে কোথাও কৃত্রিম কোনও আলোর ব্যবহার করা হয়নি। ন্যাচেরাল লাইটে শ্যুট করা হয়েছে।
এছাড়া এই সিনেমার বেশকিছু দৃশ্যের শ্যুট করা হয়েছে আইফোন সিক্স-এস-এ। সিনেমাটিতে মিউজিক দিয়েছেন সঞ্জীব সরকার। টাইটেল সংটি গেয়েছেন আইরিশ গ্রীক গায়িকা অ্যান-মেরি ও’স্যালিভেন।
অতীব, বর্তমান ও ভবিষ্যত তিন কাল নিয়ে আবর্তিত হবে সিনেমার কাহিনি। কান-এর পর ইউরোপ ও নিউ ইয়র্কের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। একই সঙ্গে রিলিজ করে ডিজিট্যাল প্ল্যাটফর্মেও।
এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি