বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • বিনোদন
  • কান চলচ্চিত্র উৎসবে বাংলার মুখ উজ্জ্বল করলো সুদীপ রঞ্জন

কান চলচ্চিত্র উৎসবে বাংলার মুখ উজ্জ্বল করলো সুদীপ রঞ্জন

কান চলচ্চিত্র উৎসবে বাংলার মুখ উজ্জ্বল করলো সুদীপ রঞ্জন

ঢাকা, ০৫ এপ্রিল, এবিনিউজ : কান চলচ্চিত্র উৎসবে বাংলার মুখ উজ্জ্বল করেছে সুদীপ রঞ্জন। তার তৈরি সিনেমা ‘লাস্ট’-এর প্রিমিয়ার হতে চলেছে, ৭১ তম কান চলচ্চিত্র উৎসবে। ঘরের ছেলের এমন সাফল্যে গর্বিত কলকাতা শহর।

‘লাস্ট’ সুদীপের তৃতীয় ছবি। এটি একটি ফিচার ইংলিশ মুভি। যে ছবির বিশেষত হল এটি সাদা-কালো একটি সিনেমা। গোটা সিনেমাতে কোথাও কৃত্রিম কোনও আলোর ব্যবহার করা হয়নি। ন্যাচেরাল লাইটে শ্যুট করা হয়েছে।

এছাড়া এই সিনেমার বেশকিছু দৃশ্যের শ্যুট করা হয়েছে আইফোন সিক্স-এস-এ। সিনেমাটিতে মিউজিক দিয়েছেন সঞ্জীব সরকার। টাইটেল সংটি গেয়েছেন আইরিশ গ্রীক গায়িকা অ্যান-মেরি ও’স্যালিভেন।

অতীব, বর্তমান ও ভবিষ্যত তিন কাল নিয়ে আবর্তিত হবে সিনেমার কাহিনি। কান-এর পর ইউরোপ ও নিউ ইয়র্কের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। একই সঙ্গে রিলিজ করে ডিজিট্যাল প্ল্যাটফর্মেও।

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত