![মানুষের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ‘আয়নাবাজি’ সিনেমাটি দেখেছে : অমিতাভ রেজা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/05/aynabaji.abnews24_133897.jpg)
ঢাকা, ০৫ এপ্রিল, এবিনিউজ : অমিতাভ রেজা চৌধুরী নির্মিত ‘আয়নাবাজি’ ২০১৬ সালে বাংলাদেশে মুক্তি পায়। চঞ্চল চৌধুরী-নাবিলা জুটির এই সিনেমা আলোচিত হয়। বিশেষ করে চঞ্চল চৌধুরীর শরাফত করিম আয়নার চরিত্রে অভিনয় তখন বেশ প্রশংসিত হয়েছিল।
বহুল আলোচিত এই সিনেমা ২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের চূড়ান্ত তালিকায় সর্বোচ্চ ৭টি বিভাগে পুরস্কার পেয়েছে। এ প্রসঙ্গে নির্মাতা অভিতাভ রেজার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘আমার খু্ব ভালো লাগছে। প্রথম সিনেমা পরিচালনা করে পুরস্কৃত হলাম এটা আনন্দের। তাছাড়া পুরস্কার পেলে ভালোই লাগে। আর জাতীয় চলচ্চিত্র পুরস্কার আরো বেশি আনন্দের। আমি বলবো, সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট মানুষ সিনেমাটি দেখেছে। জুড়ি বোর্ড তাদের বিচারে আমাকে পুরস্কার দিয়েছেন এতে আমি খুশি।’
‘আয়নাবাজি’ নির্মাণে কোন দিকটায় আপনি বেশি নজর দিয়েছেন? সিনেমাটি কেন দর্শক পছন্দ করেছে বলে মনে করেন? এমন প্রশ্নের উত্তরে অমিতাভ রেজা বলেন, ‘আয়নাবাজি সিনেমার গল্পটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর পরিচালনা নিয়ে আমার ভিন্ন ভাবনা ছিলো। এটাই এই সিনেমার কারিশমা।’
‘আয়নাবাজি’র সাফল্যের পরে কবে নাগাদ নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন? উত্তরে তিনি বলেন, ‘২০১৯ সালে আমি নতুন সিনেমার কাজে হাত দেব।’
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি