বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • বিনোদন
  • নজরদারিতে থাকবে কেকা ফেরদৌসীর ফেসবুক অ্যাকাউন্ট

নজরদারিতে থাকবে কেকা ফেরদৌসীর ফেসবুক অ্যাকাউন্ট

নজরদারিতে থাকবে কেকা ফেরদৌসীর ফেসবুক অ্যাকাউন্ট

ঢাকা, ০৭ এপ্রিল, এবিনিউজ : দেশের আলোচিত ও জনপ্রিয় রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী। টিভি অনুষ্ঠানের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও রয়েছে তার গ্রহণযোগ্যতা। ফেসবুকে তার অনুসারীর সংখ্যাটা সেই প্রমাণ দেয়।

অনেকদিন ধরেই তিনি ফেসবুকে সক্রিয়। তবে কেকা ফেরদৌসীর নামে অনেক আইডি ও পেজ থাকায় বিভ্রান্ত হতেন তার অনুসারীরা। এবার সেই সমস্যা দূর হয়েছে। ফেসবুকে স্বীকৃতি পেয়েছেন এই রন্ধনশিল্পী।

গতকাল শুক্রবার সকাল ১০টা নাগাদ তার পেইজে নামের পাশে নীল রঙের বৃত্তে সাদা রঙের টিক চিহ্ন দেখাচ্ছে। এর ফলে জনপ্রিয় এই রন্ধনশিল্পীর নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টটি এখন থেকে থাকবে ফেসবুক কর্তৃপক্ষের নজরদারিতে। এছাড়া ভেরিফায়েড হওয়ায় ফেসবুকে কেকা ফেরদৌসীর নামের সব ভুয়া অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে।

এই স্বীকৃতি প্রসঙ্গে কেকা ফেরদৌসী বলেন, 'এটা আনন্দের সংবাদ। সেইসঙ্গে স্বস্তিরও। ফেক অ্যাকাউন্টের কারণে অনেকেই আমাকে ফেসবুকে খুঁজে পেতেন না। এখন আর সেটা হবে না। এতে করে ফেক আইডিগুলো বন্ধ হয়ে যাবে। এখন অনেক বেশি নিশ্চিন্তে থাকতে পারবো।'

কেকা ফেরদৌসীর ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ৭৪ হাজার ৩ শর বেশি আছে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত