বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • বিনোদন
  • সুজানার ফ্যাশন হাউস উদ্বোধন করেন অপু বিশ্বাস

সুজানার ফ্যাশন হাউস উদ্বোধন করেন অপু বিশ্বাস

সুজানার ফ্যাশন হাউস উদ্বোধন করেন অপু বিশ্বাস

ঢাকা, ০৭ এপ্রিল, এবিনিউজ : মডেল অভিনেত্রী সুজানা জাফর ‘সুজানাস ক্লোজেট’নামে একটি ফ্যাশন হাউস খুলেছেন। গতকাল শুক্রবার বিকেলে বনানীর ১১ নম্বর সড়কে এই ফ্যাশন হাউসটির উদ্বোধন করা হয়। সেই উপলক্ষে বসেছিল তারার মেলা। আনুষ্ঠানিকভাবে ফ্যাশন হাউসটি উদ্বোধন করতে হাজির হয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আরও ছিলেন উপস্থাপিকা শারমিন লাকী, কণ্ঠশিল্পী রিজিয়া পারভিন, আঁখি আলমগীর, নৃত্যশিল্পী হৃদি শেখ প্রমুখ।

উদ্বোধন অনুষ্ঠানে সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রাণচঞ্চলের সৃষ্টি করে। একই সঙ্গে সকলেই সুজানাস ক্লোসেটের জন্য শুভকামনা জানান। এ সময় সুজানা বলেন, গতকাল শুধুমাত্র উদ্বোধনের আনুষ্ঠানিকতা হলো। আজ মিলাদের আয়োজন রয়েছে। তিনি বলেন, প্রথমদিন যে টাকা বিক্রি হয়েছে তার লভ্যাংশ যাবে চ্যারিটি ফান্ডে।

সুজানা বলেন, আমি সবসময় চেয়েছি আমার নিজস্ব ফ্যাশন ভাবনা আমার ভক্তদের মাঝে ছড়িয়ে দিতে। আমার দীর্ঘদিনের সেই স্বপ্ন পূরণ হয়েছে। তিনি বললেন, ঈদের মতো বড় উৎসবকে সামনে রেখে ‘সুজানাস ক্লোজেট’চালু করতে যাচ্ছি। সময়ের সঙ্গে নারীদের রুচিকে প্রাধান্য দিয়ে সাজানো হচ্ছে আমার ফ্যাশন হাউস। রাজধানীর বনানীর ১১ নম্বর সড়কে, ই ব্লকের ৬৭/ডি হাউজে সুজানাস ক্লোজেট’অবস্থিত।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত