![এবার ‘বন্ধু’ সালমানকে নিয়ে মুখ খুললেন ক্রিকেটার শোয়েব আখতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/07/salman-shoeb.abnews24_134065.jpg)
ঢাকা, ০৭ এপ্রিল, এবিনিউজ : বলিউড সুপারস্টার সালমানের ৫ বছরের কারাদণ্ড নিয়ে সরগরম গোটা ভারত। সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউডের সেলিব্রিটি— ভাইজানের শাস্তি নিয়ে মতামত দিচ্ছেন। অনেকেই দাঁড়াচ্ছেন পরিবারের পাশে।
জি নিউজ জানায়, সালমানের জামিনের আবেদন মামলার শুনানি শনিবার পর্যন্ত স্থগিত হয়ে যাওয়ার পর তার পরিবারের সঙ্গে দেখা করতে যান বলিউডের একাধিক সেলিব্রিটি।
ভাই আরবাজ খানের সাবেক স্ত্রী মালাইকা অরোরাকেও দেখা যায় সালমানের বাড়ি যেতে। এ তো গেল বলিউডের কথা। পাকিস্তানেও ভক্তরা সালমানের জন্য প্রার্থনা করছেন। এবার ‘বন্ধু’কে নিয়ে মুখ খুললেন ক্রিকেটার শোয়েব আখতার।
সালমানের রায় ঘোষণার পর টুইট করেন শোয়েব। তিনি বলেন, সালমানের সাজার কথা শুনে আশঙ্কায় রয়েছেন। কিন্তু, ভারতের আদালত যে শাস্তি দিয়েছে, তাকে শ্রদ্ধা জানানো উচিত বলেও মন্তব্য করেন।
পাশাপাশি কঠিন সময়ে সালমানের পরিবার ও ভক্তরা যেন শক্ত মনে লড়াই চালিয়ে যান, সেই আবেদন করেন শোয়েব আখতার।
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি