![নির্মাতার অভিযোগে ৩ মাস নিষিদ্ধ অ্যালেন শুভ্র](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/07/allen-shuvro-abn_134207.jpg)
ঢাকা, ০৭ এপ্রিল, এবিনিউজ : এ প্রজন্মের জনপ্রিয় শিল্পী অ্যালেন শুভ্র’র বিরুদ্ধে নাট্যপরিচালক নিয়াজ মাহবুবকে প্রহার করার অভিযোগ উঠেছে। সে অভিযোগে তিন মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন। টেলিভিশন নাটকের তিন সংগঠন-ডিরেক্টরস গিল্ড, অভিনয়শিল্পী সংঘ ও টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যালেন শুভ্রর উপর এ নিষেধাজ্ঞা জারি করে। ১০ মে থেকে পরবর্তী তিন মাস এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
অভিযোগকারী পরিচালক নিয়াজ মাহবুব বলেন, “এক বছর আগে আমার নাটক ‘গুরাগুরি’র (বরিশালের আঞ্চলিক শব্দ) শুটিংয়ে বরিশালে গিয়েছিল অ্যালেন শুভ্র। সেখানে তিন দিন কাজ করার কথা থাকলেও সে দুদিনে কাজ শেষ করতে বলে। আমি রাজি না হলে সে ওই অবস্থায় ঢাকায় চলে আসে। এর ১০-১৫ দিন পর অনেক কথাবার্তার পর সে কাজটি করে দেয়। কিন্তু নতুন করে পারিশ্রমিক দাবি করে। আমি তাকে বলি, বরিশালে শুটিংটা না শেষ করতে পারায় অনেক লস হয়ে গেছে। কারণ ওখানকার সব শিল্পীকে ঢাকায় আনতে হয়েছে। তারপরও যদি সম্ভব হয় তাহলে আমি তোমাকে টাকা দিবো।”
তিনি আরো বলেন, ‘মাঝে এক বার আমাকে ফোন করে সে গালিগালাজ করে। আমি তাকে মনে মনে খুঁজছিলাম। মাস দেড়েক আগে তার সাথে আমার মগবাজার দেখা হয়। সে আমাকে ইট দিয়ে মারধর করে। তখন সে মাতাল ছিলো।’
ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘পরিচালক-শিল্পীর মধ্যে ভুল বোঝাবুঝি হবে, স্বাভাবিক। কিন্তু গায়ে হাত তুলবে কেনো— সেটা পরিচালক বা অভিনেতা যে-ই হোক? ও (অ্যালেন শুভ্র) একজন ভাল অভিনেতা। কিন্তু এ ধরনের আচরণ এখনই নিয়ন্ত্রণ না করলে অন্যরা সাহস পেয়ে যাবে। আর পরিচালক-অভিনেতা-প্রযোজক মিলে আমরা সবাই একটা পরিবার। এখানে শৃঙ্খলা না থাকলে টিকে থাকা দায়।’
তিনি আরো বলেন, ‘সিদ্ধান্তটি ১০ মে থেকে কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ তার বেশ কিছু নাটক ও সিরিয়ালের অর্ধেক শুটিং বাকি রয়েছে। ওই সকল নাটক-সিরিয়ালের পরিচালক-প্রযোজক যাতে ক্ষতির সম্মুখীন না হয় তাই মে মাস থেকে সিদ্ধান্তটি কার্যকর করা হবে।’
অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম ‘পেশাদারিত্ব’ ফিরেয়ে আনার জন্য এ নিষেধাজ্ঞা বলে জানান। তিনি বলেন, ‘শুভ্র অপেশাদার আচরণ করেছে। যা কিছুই ঘটুক না সে একজন পরিচালকের গায়ে হাত তুলতে পারে না। তাছাড়া তার বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগও আছে। তাই তার আচরণ ঠিক করার জন্য সতর্কীকরণ বার্তা হিসেবে এ সিদ্ধান্ত।’
এবিএন/জনি/জসিম/জেডি