![সালমানের সঙ্গে কাজ করতে চাননা যে বলিউড অভিনেত্রীরা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/08/salaman-khan.abnews24_134332.jpg)
ঢাকা, ০৮ এপ্রিল, এবিনিউজ : মোস্ট এলিজেবেল ব্যাচলার৷ বলিউডের ‘ভাইজান’৷ তার এক ঝলকে কুপকাত অগণিত ভক্ত৷ বক্স অফিসের ‘সুলতান’ তিনি৷ তিনি হলেন সালমান খান৷ শিরোনাম জুড়ে এখন তারই নাম৷
তবে এবারে তার প্রসঙ্গ উঠল ভিন্ন কারণে৷ সালমান খান নিঃসন্দেহে বলিউড ইন্ডাস্ট্রির বিরাট জনপ্রিয় তারকা৷ তার সঙ্গে স্ক্রীন শেয়ার করার জন্য প্রস্তুত প্রত্যেকটি নায়িকা৷ তবে কয়েকজন অভিনেত্রী আছেন যারা সরাসরি না বললেও কাজ করতে চাননা সালমান খানের সঙ্গে৷
১) দীপিকা পাডুকোন এখন বলিউডের রানী৷ প্রতিটি হিট ছবি তাঁর ঝুলিতে৷ টিনসেলের অন্যতম বিখ্যাত অভিনেত্রী তিনি৷ তবে ছলে-বলে প্রায় পাঁচবার সালমানের সাথে কাজ করার অফার ফিরিয়ে দিয়েছেন তিনি৷ কারণ যা সামনে এসেছে তা হল স্ক্রিপ্ট পছন্দ হয়নি তার৷
২) সোনালি বেন্দ্রে ও সালমান খানের জুটি সকলের মন কেড়েছিল৷ তাদের রোমান্টিক কেমিস্ট্রি ‘হম সাথ সাথ হ্যয়’ ছবির অন্যতম আকর্ষন৷ তবে এই ছবির পর আর কখনও একই ছবিতে দেখা যায়নি তাদের৷ ধারণা করা যেতে পারে কৃষ্ণসার হত্যা মামলার জন্যই বেঁকে বসেন এই অভিনেত্রী৷
৩) জুহি চাওলার সঙ্গে সালমান খান একবারই একটি ছবিতে অভিনয় করেন তাও স্পেশাল অ্যাপিয়ারেন্সে ছিলেন সালমান খান৷ ছবির নাম ‘দিওয়ানা মস্তানা’৷ দুজন তারকাই নয়ের দশকে বিশাল ডিমান্ড৷ তবে তারা কেন একসঙ্গে কাজ করেননি তা এখনও রহস্য৷
৪) ‘জাব প্যয়র কিসিসে হোতা হ্যয়’ ছবিতে সালমান খান চুটিয়ে রোমান্স করেছিলেন টুইঙ্কেল খান্নার সঙ্গে৷ ছবিটি বেশ হিটও হয়েছিল৷ তবে এই অভিনেত্রী আর কখনও সালমানের সঙ্গে কোন ছবি সাইন করেনি৷ কী কারণ সেটা এই দুজন ছাড়া আর কোরোর পক্ষেই বলা সম্ভব নয়৷
৫) আমিশা পাটেল ‘ইয়ে হে জালবা’ ছবির নির্মাতারা ভেবেছিলেন সালমানের বিপরীতে আমিশাকে কাস্ট করলে হয়তো ছবি ব্লকবাস্টার হতে বাধ্য৷ তবে ছবি মুক্তি পেতে না পেতেই পাওয়া গেল কেবল পানির মতো ঠান্ডা কেমিস্ট্রি৷ এই কারণেই বোধহয় আর দজনে একে অপরের সাথে কাজ করেনেনি৷
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি