শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • বিনোদন
  • ক্রিআর্জ এন্টারটেনমেন্টের বিরদ্ধে তিনটি অভিযোগ জন আব্রাহামের

ক্রিআর্জ এন্টারটেনমেন্টের বিরদ্ধে তিনটি অভিযোগ জন আব্রাহামের

ক্রিআর্জ এন্টারটেনমেন্টের বিরদ্ধে তিনটি অভিযোগ জন আব্রাহামের

ঢাকা, ০৮ এপ্রিল, এবিনিউজ : প্রেনা আরোরা ও তার সংস্থা ক্রিআর্জ এন্টারটেনমেন্টের বিরদ্ধে তিনটি অভিযোগ দায়ের করলেন অভিনেতা জন আব্রাহাম। প্রতারণা, মানহানিসহ একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। মুম্বাইয়ের খার থানায় জন আব্রাহামের অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই জন আব্রাহামের সংস্থার সঙ্গে ক্রিআর্জ এন্টারটেনমেন্ট গ্রুপের টানাপোড়েন চলছিল। জনের কোম্পানির অভিযোগ ছিল, ‘পোখরান’ ছবির কাজ করার পরেও জনের পারিশ্রমিক মিটিয়ে দেওয়া হয়নি। পাশাপাশি ছবি রিলিজের কাজেও দেরি করা হচ্ছে বলে ক্রিআর্জ সংস্থার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়।

অবশ্য এর আগে জন আব্রাহাম ও তার সংস্থার বিরুদ্ধেও থানায় অভিযোগ দায়ের করেছে ক্রিআর্জ এন্টারটেনমেন্ট। প্রসঙ্গত, আগামী ৪ মে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘পোখরান’ ছবির। ১৯৯৮ সালে পোখরান পরমাণু পরীক্ষার কুড়িতম বর্ষপূর্তিকে সম্মান জানিয়ে এই সিনেমা মুক্তি পাবে বলে ঘোষণা করা হয়েছিল।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত