![সালমানের বাড়িতে ক্যাটরিনা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/09/kat_134384.jpg)
ঢাকা, ০৯ এপ্রিল, এবিনিউজ : সময় যেন পিছিয়ে গেল ১১টি বসন্ত। বসন্তই ছিল সে দিন। সাল ২০০৭। সালমান খান তখন চুটিয়ে প্রেম করছেন ক্যাটরিনা কাইফের সঙ্গে। তখনই একদিন হরিণ শিকার মামলার রায় দিল যোধপুরের নিম্ন আদালত। সালমানকে সে বার মুম্বাই বিমানবন্দরে ছেড়ে দিয়ে এসেছিলেন ক্যাটরিনা। সালমান গেলেন জেলে। ঠিক পরের দিনই ক্যাটরিনা যোধপুরে। কেন্দ্রীয় সংশোধনাগারে গিয়ে প্রেমিককে দেখে এলেন তিনি।
গতকাল সন্ধ্যায় সালমান জামিন পেয়ে মুম্বই ফেরার পরে প্রথম যে কয়েকটা গাড়ি ঢুকতে দেখা গেল বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টসে, তার একটা ছিল ক্যাটরিনার। আর যার সঙ্গে এখন সালমানের প্রেম বলে শোনা যায়, সেই রোমানিয়ান সুন্দরী ইউলিয়া ভেন্তুর? তাকে দেখা যায়নি। বলে রাখা যাক, কৃষ্ণসার মামলার রায়ের আগের রাতে সালমানের বোন অর্পিতার সঙ্গে মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন ক্যাটরিনা। অর্পিতার ছেলে আহিল ছিল ক্যাটরিনার কোলে।
অতঃপর ‘টাইগার’ আর ‘জোয়া’-কে নিয়ে আবার জল্পনা বলিউডে। কারণ, নিছক একটা ‘হিট জুটি’ হিসেবে কোনো দিনই তাদের দেখেনি বলিউড।
প্রায় এক যুগ আগে খুল্লমখুল্লা প্রেম করতে করতেই দুজনের ছবি ‘ম্যায়নে পেয়ার কিঁউ কিয়া’। তার পরে ‘যুবরাজ’। এর মধ্যেই সালমানের জেলযাত্রা। সে বার যোধপুরে ক্যাটরিনার গাড়িকে ধাওয়া করতে গিয়ে মোটরবাইক থেকে পড়ে জখমও হয়েছিলেন কয়েকজন।
তার পর কী যে হলো! ভেঙে গেল প্রেম। সালমানের সঙ্গে নাম জড়াল জ্যাকলিন ফার্নান্দেজের। ক্যাটরিনা প্রেমে পড়লেন রণবীর কাপুরের। একসঙ্গে থাকতেনও তারা। সবাই যখন জানে বিয়ে হচ্ছেই, এমন সময়ে সেই প্রেমও চুরমার। শোনা যায়, ‘ব্যাং ব্যাং’-এর শুটিংয়ে হৃতিক রোশনের সঙ্গে ক্যাটরিনার ঘনিষ্ঠতার গুজবই ভাঙনের কারণ।
রণবীর-ক্যাটরিনা প্রেমপর্বের মধ্যেই ২০১২-য় ম্যাজিক করেন পরিচালক কবীর খান। তার ‘এক থা টাইগার’-এ দুরন্ত অ্যাকশনে পর্দা কাঁপিয়ে দেন সলমন-ক্যাটরিনা। তার পর থেকে সেলুলয়েডের বাইরেও দেখা যায়, পাশাপাশি হাসিখুশি দুজন! গত বছরের ডিসেম্বরে আসে ‘টাইগার’ ও ‘জোয়া’-র নয়া অভিযান। এবং প্রমাণ হয়, তাদের রসায়নও ‘জিন্দা হ্যায়’! সে অতীতে যা-ই হোক না কেন।
পুরনো টানাপড়েন সরিয়ে রাখার অনেকগুলো বিজ্ঞাপনই অবশ্য দেখা গিয়েছে কাল। আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ সত্ত্বেও মালাইকা অরোরা এসেছিলেন সলমনের সঙ্গে দেখা করতে। এসেছিলেন স্নেহা উল্লাল। এক সময়ে বলা হতো, ঐশ্বরিয়া রায়কে ভুলতে না পেরে তার সঙ্গে মুখের অদ্ভুত মিল থাকা স্নেহাকে নায়িকা করেছিলেন সলমন। জ্যাকলিনও এসেছিলেন। এসেছিলেন সৎ-মা হেলেন, ববি দেওল, বরুণ ধওয়ন, কবীর খান এমনকী সানিয়া মির্জাও! সালমানের ‘গ্যালাক্সি’-তে তবু সন্ধ্যাতারা একটিই। ক্যাটরিনা।
এবিএন/সাদিক/জসিম