বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • বিনোদন
  • নাবালককে যৌন নির্যাতনের দায়ে অভিযুক্ত ভারতীয় প্রযোজক

নাবালককে যৌন নির্যাতনের দায়ে অভিযুক্ত ভারতীয় প্রযোজক

নাবালককে যৌন নির্যাতনের দায়ে অভিযুক্ত ভারতীয় প্রযোজক

ঢাকা, ০৯ এপ্রিল, এবিনিউজ : একটি কলঙ্কের কালি মুছতে না মুছতেই, আরও এক কালিমায় লিপ্ত হল ভারতীয় প্রযোজক সন্দীপ সিং। অভিযোগ মরিশাসে এক নাবালককে ধর্ষণের চেষ্টা করেছেন তিনি।

গত মাসে ছুটি কাটাতে মরিশাসে গিয়েছিলেন সন্দীপ। ছিলেন বিচ কোম্বার হোটেলে। একই হোটেলে উঠেছিলেন সুইজারল্যান্ড থেকে আসা এক দম্পত্তি। ছুটি কাটাতে নাবালক ছেলের সঙ্গে মরিশাস এসেছিলেন তারা। সেখানে তাদের সঙ্গে আলাপ হয় সন্দীপের।

নাবালকের পিতার দাবি, মিউজিক ও সিনেমার নানান কথা বলে ছেলের সঙ্গে বন্ধুত্ব জমায় সন্দীপ। তারপর একা ঘরে ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালায় সে।

নাবালকের পিতা আরও জানান, পুরো ঘটনাটি বলার পরেও হোটেল কর্তৃপক্ষ তেমন কোনও পদক্ষেপ নেয়নি।

বলিউডের বেশ পরিচিত মুখ সন্দীপ সিং সঞ্জয় দত্তের ‘ভূমি’, রণবীর-দীপিকার ‘গোলিওঁ কা রাসলীলা রাম-লীলা, প্রিয়াঙ্কার ‘মেরিকম’, অক্ষয়ের ‘রাওডি রাঠো’র মতো বেশ কিছু ছবির প্রযোজনা করেছেন।

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত