বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • বিনোদন
  • এবার পর্দায় হাজির হচ্ছে অপূর্ব-এভ্রিলের ‘ফুটবলে প্রেম’

এবার পর্দায় হাজির হচ্ছে অপূর্ব-এভ্রিলের ‘ফুটবলে প্রেম’

এবার পর্দায় হাজির হচ্ছে অপূর্ব-এভ্রিলের ‘ফুটবলে প্রেম’

ঢাকা, ১০ এপ্রিল, এবিনিউজ : নাট্য জগতের খুবই জনপ্রিয় একটি নাম জিয়াউল ফারুক অপূর্ব। রোমান্টিক ও প্রেমের নাটকের ক্ষেত্রে বর্তমানে তিনি অপ্রতিদ্বন্দ্বী। এবার পর্দায় হাজির হচ্ছেন ফুটবলার হিসেবে। সঙ্গে রয়েছেন শোবিজের আরেক আলোচিত ও সমালোচিত মুখ জান্নাতুল নাঈম এভ্রিল। ‘ফুটবলে প্রেম’ নামের একটি টেলিছবির মাধ্যমে প্রথমবারের মতো ছোট পর্দায় জুটি বেঁধেছেন তারা।

‘ফুটবলে প্রেম’ পরিচালনা করেছেন এস এ হক অলিক। টেলিছবিটি রচনাও করেছেন তিনি। আসন্ন ঈদুল ফিতর ও রাশিয়া ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে এটি নির্মাণ করা হয়েছে বলে নির্মাতার পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে। সম্প্রতি গাজীপুরের মাওনায় এটির শুটিং হয়েছে। ঈদুল ফিতরে বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলায় টেলিছবিটি প্রচার করা হবে।এবার পর্দায় হাজির হচ্ছে অপূর্ব-এভ্রিলের ‘ফুটবলে প্রেম’

‘ফুটবলে প্রেম’-এর কাহিনি একজন প্রবাসী সাবেক ফুটবলারকে ঘিরে। এই সাবেক ফুটবলারের চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। তার প্রেমে আবার মাতোয়ারা আপন দুই বোন। তাদেরই একজন ‘লাভেলো বিশ্ব সুন্দরী বাংলাদেশ’ প্রতিযোগিতায় সেরার মুকুট হারানো জান্নাতুল নাঈম এভ্রিল। তার বোনের চরিত্রে রয়েছেন অভিনেত্রী চৈতি। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন কিসলু ও শিখাসহ অনেকে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত