![‘মিথ্যা তথ্য’ দেওয়ায় ডেডপুল তারকা আটক!](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/11/deadpool-tjmiller_134781.jpg)
ঢাকা, ১১ এপ্রিল, এবিনিউজ : হলিউড অভিনেতা টি জে মিলারকে সোমবার নিউইয়র্ক পুলিশ কাস্টডিতে নেওয়া হয়। বোমার হামলার ভুয়া খবর দেওয়ার অভিযোগ উঠেছে এ তারকার বিরুদ্ধে।
এ নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কানেকটিকাটের ডিপার্টমেন্ট অব জাস্টিস।
সেখানে জানানো হয়, কানেকটিকাটের ট্রেনে ভ্রমণের সময় ইচ্ছাকৃতভাবে আইন-শৃঙ্খলা বাহিনীকে ভুল তথ্য দেন ‘ডেডপুল’ অভিনেতা। তিনি জানান, ওই ট্রেনে বোমা রয়েছে।
১৮ মার্চ ৯১১ নম্বরে কল করে মিলার জানান, ট্রেনের একজন নারী যাত্রীর ব্যাগে বোমা রয়েছে।
এদিকে ট্রেনের অ্যাটেনডেন্ট বলছে, ওয়াশিংটন থেকে ট্রেনে ওঠেন মিলার। ওই সময় তাকে মদ্যপ দেখাচ্ছিল। এমনকি ট্রেনেও তাকে নানা ধরনের পানীয় নিতে দেখা যায়। এক পর্যায়ে একজন নারী যাত্রীর সঙ্গে ঝগড়াও বাঁধিয়ে বসেন অভিনেতা।
মঙ্গলবার ১ লাখ ডলার জামানতের বিনিময়ে ছাড়া পেয়েছেন মিলার। যদি তার দোষ প্রমাণিত হয় তবে পাঁচ বছরের জেল হতে পারে।
২০১৭ সালে দুটি সিনেমা দেখা গেছে মিলারকে। চলতি বছর মুক্তি পেয়েছে হিট সিনেমা ‘রেডি প্লেয়ার ওয়ান’। মুক্তির অপেক্ষায় আছে ‘ডেডপুল টু’ ও ‘আন্ডারওয়াটার’। এছাড়া ২০১৯ সালে আসবে ‘হাউ টু ট্রেইন ইয়োর ড্রাগন থ্রি’।
এবিএন/জনি/জসিম/জেডি