বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • বিনোদন
  • চম্পা বনিক ভিন্নমাত্রায় গাইলেন বৈশাখের গান

চম্পা বনিক ভিন্নমাত্রায় গাইলেন বৈশাখের গান

চম্পা বনিক ভিন্নমাত্রায় গাইলেন বৈশাখের গান

ঢাকা, ১০ এপ্রিল, এবিনিউজ : পয়লা বৈশাখকে সামনে রেখে দেশব্যাপী নানান ধরনের উদ্যোগ চোখে পড়ছে। তাতে ভিন্নমাত্রা যোগ করবে নতুন নতুন গান ও ভিডিও। এর মধ্যে কিছু আবার বৈশাখের গান।

কন্ঠশিল্পী চম্পা বনিক— যার সকল আনন্দ, উৎসব আয়োজন গানকে ঘিরে। তাকেও শোনা যাবে বৈশাখের গানে।

বেশ কয়েকটি রিয়েলিটি শো-তে অংশগ্রহণ করে দারুণ পরিচিতি পেয়েছেন চম্পা। তার কণ্ঠে শোনা যাবে, ‘এলো নব প্রভাত সেই নতুন দিন, উৎসবে মুখর এই প্রকৃতি রঙ্গিন।’

গানটির গীতিকার সুমন সাহা এবং সুর ও সংগীতায়োজন করেছেন সাব্বির জামান। গানটি নিয়ে গীতিকার, সুরকারসহ কন্ঠশিল্পী চম্পা বনিক বেশ আশাবাদী।

এ গায়িকার ভাষ্যে, ‘এমন অস্থির সময়ে একটা স্বস্তির গান শ্রোতা হৃদয়ে সাড়া ফেলতে সক্ষম হবে।’

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, গানটি পয়লা বৈশাখ গানওয়ালার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত