বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • বিনোদন
  • এবার সাধারণ দর্শকদের সঙ্গে পরী মনির ‘স্বপ্নজাল’ উপভোগ

এবার সাধারণ দর্শকদের সঙ্গে পরী মনির ‘স্বপ্নজাল’ উপভোগ

এবার সাধারণ দর্শকদের সঙ্গে পরী মনির ‘স্বপ্নজাল’ উপভোগ

ঢাকা, ১০ এপ্রিল, এবিনিউজ : কয়েকদিন আগে আমন্ত্রিত অতিথি, সহশিল্পী ও কলাকুশলীদের সঙ্গে ‘স্বপ্নজাল’-এর প্রিমিয়ার শো-তে হাজির ছিলেন পরী মনি। ছবির আবেগ ছুঁয়ে যায় নায়িকাকেও। শো শেষে অনেকক্ষণ নায়ক ইয়াশ রোহানকে জড়িয়ে কাঁদেন তিনি।

আবারো সিনেমাটি দেখতে হলে ছুটছেন নায়িকা। এবার সাধারণ দর্শকদের সঙ্গে ‘স্বপ্নজাল’ উপভোগ করবেন তিনি। আর জানালেন আমন্ত্রণ।

সিনেমা বিষয়ক ফেসবুক গ্রুপ বাংলা চলচ্চিত্রে আজ বুধবার সকালে একটি পোস্ট করেন নায়িকা। বলেন, ‘আজ স্বপ্নজালের ৬ দিন। চলো আজ আমরা এক সাথে ছবিটা দেখি, যারা ফ্রি আছো। শ্যামলীতে বিকেল সাড়ে ৫টা। কে কে যাচ্ছি তাহলে?’

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ‘স্বপ্নজাল’ পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম। সিনেমাটি ৬ এপ্রিল ২০টি হলে মুক্তি পেয়েছে। লাভ করেছে দর্শক-সমালোচকদের সমাদর।

সিনেমাটিতে পরী-ইয়াশের সঙ্গে আছেন ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহীদুল আলম সাচ্চু, শিল্পী সরকার অপু, ইরফান সেলিম, মিশা সওদাগর, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া, শাহেদ আলী, আহসানুল হক মিনুসহ ঢাকা-কলকাতার বেশ কয়েকজন অভিনয়শিল্পী।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর পাড়ে ‘স্বপ্নজাল’-এর শুটিং শুরু হয়। এরপর ভারতের কলকাতাসহ বাংলাদেশের বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ হয়।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত