বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • বিনোদন
  • সম্প্রতি দু’টি নতুন বিজ্ঞাপনের মডেল রাহা তানহা

সম্প্রতি দু’টি নতুন বিজ্ঞাপনের মডেল রাহা তানহা

সম্প্রতি দু’টি নতুন বিজ্ঞাপনের মডেল রাহা তানহা

ঢাকা, ১০ এপ্রিল, এবিনিউজ : জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের গান নিয়ে নির্মিত মিউজিক্যাল চলচ্চিত্র ‘সারাংশে তুমি’ গত বছর শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত ‘সার্ক ফিল্ম ফেস্টিভ্যাল’-এ প্রদর্শিত হয়। এই মিউজিক্যাল চলচ্চিত্রটি গত বছর এ দেশেও মুক্তি পায়। এটি নির্মাণ করেছিলেন আশিকুর রহমান। আর এতে অন্তু করিমের বিপরীতে মডেল হয়েছিলেন রাহা তানহা খান ও । মিউজিকাল ফিল্মটি প্রশংসিত হয়েছিলো।

সম্প্রতি দু’টি নতুন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন রাহা তানহা। রাসেল শিকদারের ‘এলজি এসি’ এবং আবুল খায়ের চান্দের ‘ইগলু আইসক্রিম’-এর বিজ্ঞপনে মডেল হিসেবে কাজ করেন। দুটি বিজ্ঞাপনের শুটই এফডিসিতে ধারণ করা হয়।

রাহা তানহা বলেন, ‘এর আগেও বেশ কিছু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছি। বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে বেশ ভালো লাগে। বিজ্ঞাপনে কাজের মাধ্যমে দর্শকদের কাছে দ্রুত পৌছানো যায়। আশা করি, কাজ দু’টি দর্শকরা বেশ পছন্দ করবেন।’

এদিকে রাহা তানহা ‘হেলেন অব ট্রয় টু’ নামে একটি স্বল্পদৈর্ঘ্যের শুটিং এরইমধ্যে শেষ করেছেন। এটি নির্দেশনা দিয়েছেন ইভান মনোয়ার।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত