![তৈমুরকে ক্রিকেটার বানাতে চান কারিনা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/11/kareena-taimur.abnews24_134807.jpg)
ঢাকা, ১০ এপ্রিল, এবিনিউজ : কারিনা কাপুর খান। বলিউডের সফল অভিনেত্রীদের একজন। বেশ ঘটা করেই পতৌদির নবাব পরিবারের পুত্রবধূ হয়েছেন। সাইফ-কারিনার ঘরে তৈমুর নামে এক পুত্র সন্তানও রয়েছে। এসবই পুরনো কথা। নতুন কথা হচ্ছে শ্বশুরের পথেই ছেলেকে নিয়ে হাঁটতে চান এ অভিনেত্রী। তৈমুরকে বানাতে চান ক্রিকেটার। কারণ মনসুর আলি খান পাতৌদি ছিলেন ক্রিকেটার। যদিও ছেলে সাইফ সে পথে হাঁটেননি। মা শর্মিলা ঠাকুরের মতো অভিনয়কে বেছে নিয়েছিলেন। কিন্তু, পাতৌদি পরিবারের নতুন প্রজন্ম কোন পথে হাঁটতে চলেছে? তৈমুর ক্রিকেটার হবে, না অভিনেতা? এ নিয়ে নিজের ইচ্ছার কথা জানালেন কারিনা।
সম্প্রতি এক সংবাদমাধ্যমের পক্ষ থেকে কারিনাকে প্রশ্ন করা হয় যে তিনি তৈমুরের জন্য ঠিক কোন পেশাটা বেছে নিতে চান। জবাবে কারিনা বলেন, আমি ওর জন্য কোনও কিছু বেছে দিতে চাই না। ও নির্বাচন করুক। তবে আমি চাই তৈমুর একজন ক্রিকেটার হোক।
এর আগে এক সাক্ষাৎকারে সাইফ তৈমুরকে নিয়ে বলেছিলেন, ওর চোখ দুটো সরল। আমার ওকে নিয়ে চিন্তা হয়। কারিনা ও আমি তৈমুরের স্টারডম নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু করেছি। ঠিক করেছি ওকে ইংল্যান্ডের এক বোর্ডিং স্কুলে পাঠাব। পরিবারের সকলেই সেখানে গিয়েছে।
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি