![মনমোহন সিংয়ের ভূমিকায় দেখা যাবে অনুপম খেরকে](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/12/anupom-khar.abnews24_134939.jpg)
ঢাকা, ১২ এপ্রিল, এবিনিউজ : বিজেপি ঘেঁষা অনুপম খের হলেন মনমোহন সিং। কংগ্রেস শাসন আমলের ভারতের প্রধানমন্ত্রীর ভূমিকায় দেখা যাচ্ছে এ অভিনেতাকে। আর তিনি যখন প্রধানমন্ত্রীর দফতর থেকে বেরিয়ে আসছেন, সঙ্গে সঙ্গে ভাইরাল হলো সেই ভিডিও।
জি নিউজ জানায়, টুইটারে প্রকাশ হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, মাথায় নীল পাগড়ি বেঁধে হেঁটে বেরিয়ে আসছেন মনমোহন সিং। তার পরনে রয়েছে অতি পরিচিত সাদা পাঞ্জাবি ও কালো রঙের কোট। তবে ওই ভিডিও দেখে কোনোভাবেই মনমোহন সিং-এর সঙ্গে অনুপম খেরকে তফাত করতে পারছেন না অনেকে।
নতুন এ সিনেমার নাম ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’। সঞ্জয় বারুর বই অবলম্বনে পরিচালনা করেছেন বিজয় রত্নাকর গুটে।
মনমোহন সিং-এর সংবাদ মুখপাত্র ছিলেন সঞ্জয় বারু। এই সিনেমায় সঞ্জয়ের চরিত্রে দেখা যাবে অক্ষয় খান্নাকে। সিনেমাটি প্রযোজনা করছেন হনশল মেহতা। পাশাপাশি চিত্রনাট্যও তার।
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি